ফটোগ্রাফি : ফুলের ফটোগ্রাফি।

in Steem Space3 hours ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। আমি কিন্তু এই ধরনের ফুল গুলো অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে এই ফুলটা পিং কালার হওয়াতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে আমি এই ধরনের ফুল গুলো দেখলে তখন ফটোগ্রাফি করতে পছন্দ করি। বেশ অনেকদিন আগেই আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানেই দেখলাম খুবই সুন্দর একটা ফুল। দূর থেকে ফুল টা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ফুলের ভেতরে সাদা এবং গোলাপি হওয়াতে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG20240214135326.jpg

IMG20240214135322.jpg

IMG20240214135316.jpg

IMG20240214135319.jpg

IMG20240214135314.jpg

device : Redme note 9
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

ধন্যবাদ সবাইকে

Sort:  

Great post! Featured in the hot section by @punicwax.

Loading...