"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫১ [ তারিখ : ২৫-১২-২০২৫ ]


গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৮৫০ তম রাউন্ড শেষে আজ ৭ ডিসেম্বর ২০২৫, ৮৫১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@selina75



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা আখতার শেলী। জাতীয়তাঃ বাংলাদেশী। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছেন। শখ: ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা, নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা। দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

1000132248.jpg



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

1000132246.jpg

ছবিটি নেওয়া হয়েছে-@selina75-র পোস্ট থেকে

ক্লে দিয়ে টিউলিপ ফুলের টব তৈরি।( Publish: 23.12.2025 )

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে টিউলিপ ফুলের টব বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো টিউলিপফুলগুলো। দেখতে একদম বাস্তবের টিউলিপ ফুলের মতো ।ঘর সাজাতে এ ধরনের ডাইগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখতে বেশ সুন্দর লাগবে ।টিউলিপ ফুল বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি গোলাপী ও সবুজ রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । টিউলিপ ফুলের টবটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।...


ডাই পোস্ট দেখতে বেশ সুন্দর লাগে। আর সেটা যদি কোনো ন্যাচারাল বিষয়ের উপরে হয়ে থাকে, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে। এই ডাই পোস্টটি একটি ফুলের উপর করা হয়েছে। ফুলের উপরে ডিজাইন সম্পন্ন করা কিন্তু একটু কঠিন, কারণ সঠিক খাঁজের কাটিং না দিতে পারলে ভালো লাগে না । তবে এটা আরো কঠিন হয়, যখন কাগজের উপরে করা হয়ে থাকে। এই টিউলিপ ফুলগুলো দেখতে ছোটো হলেও কিন্তু এর সৌন্দর্যের জন্য অনেক ভালো লাগে। আর এখানে যেভাবে ডাই সম্পন্ন করা হয়েছে, তা নিঃসন্দেহে খুবই সুন্দর দেখতে হয়েছে। সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে টবে সাজানোর বিষয়ে। টবে এইসব ফুল সাজালে অনেক বেশি ভালো লাগে। অরিজিনাল ফুলের মতোই তার সৌন্দর্য ছড়িয়েছে এই ডাই এর মাধ্যমে। সব মিলিয়ে বলা যায় ডাই পোস্টটি খুবই সুন্দর হয়েছে আর উপস্থাপনাও ভালো হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png