সবুজ মাঠ আর শান্ত নদীর পাড়ে কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ3 days ago

শুভেচ্ছা সবাইকে! আমার আজকের পোস্টটিতে আপনাদের স্বাগতম। এই প্ল্যাটফর্মে আমি নিয়মিতভাবে ফটোগ্রাফি, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এবং আমার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আজকের বিষয়বস্তুও আপনাদের ভালো লাগবে। চলুন, শুরু করা যাক।

Raju20251117_162504_Vivid Human Portrait By Light Editz.jpg

আমার বাড়ির ঠিক সামনেই এই শান্ত নদীটি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই নদীর দিকে তাকালে মনটা একদম জুড়িয়ে যায়। নদীর একপাশে বিশাল ফসলি জমি। এই মাঠে এখন প্রচুর মরিচের চাষ করা হয়েছে।

Raju20251117_162501_Vivid Human Portrait By Light Editz.jpg

চারাগুলো একদম সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এবং সেগুলো এখন বেশ সতেজ। মাঠের দিকে তাকালে চারদিকে শুধু গাঢ় সবুজ রঙের মরিচ গাছ দেখা যায়। এই মরিচ খেতের চারপাশ দিয়ে বাঁশের কঞ্চি আর লাঠি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। গ্রামে তো প্রচুর গরু ও ছাগল থাকে, তাই সেগুলো যেন মাঠে ঢুকে মরিচ গাছগুলো নষ্ট না করতে পারে, সেজন্যই এই বেড়া দেওয়া। কৃষকরা অনেক কষ্ট করে এই মরিচ খেত বড় করে তুলছেন।

Raju20251117_162445_Vivid Human Portrait By Light Editz.jpg

নদীর পাড় ঘেঁষে একটি সরু মাটির পথ চলে গেছে। এই পথ দিয়েই গ্রামের মানুষ সারাদিন যাতায়াত করে। পথের একপাশে নদীর ঢালু পাড়, যেখানে সবুজ ঘাস জন্মেছে, আর অন্যপাশে বিস্তীর্ণ মরিচ খেত। হাঁটতে হাঁটতে যখন নদীর পানির দিকে তাকাই, তখন চোখের খুব শান্তি লাগে। নদীর পানির ওপর প্রচুর কচুরিপানা ভেসে আছে। এখন কচুরিপানায় অনেক ফুল ফুটেছে। সাদা আর হালকা বেগুনি রঙের এই ফুলগুলো দেখতে খুব চমৎকার লাগে। দূর থেকে মনে হয় নদীর ওপর কেউ যেন একটি ফুলের চাদর বিছিয়ে রেখেছে। কচুরিপানার ভিড়ে যেখানে পানি একটু ফাঁকা, সেখানে পরিষ্কার আকাশের নীল রঙের প্রতিফলন দেখা যায়।

Raju20251117_162500_Vivid Human Portrait By Light Editz.jpg

নদীর অন্য পাড়ে ঘন গাছপালা আর গ্রামের মানুষের ছোট ছোট ঘরবাড়ি দেখা যায়। সেখানে আম, কাঁঠাল আর কলা গাছই বেশি। মাঝে মাঝে দুই-একটা টিনের চাল গাছের আড়াল থেকে উঁকি দেয়। সকালবেলা যখন রোদ ওঠে, তখন নদীর পানি আর সবুজ মরিচ খেতের ওপর সূর্যের আলো ঝিলমিল করে। এই সময়টাতেই গ্রামের মানুষ তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে।

কেউ হয়তো মরিচ খেতে নিড়ানি দিচ্ছে বা পানি দিচ্ছে, কেউ বা নদীর পাড় দিয়ে গরু নিয়ে যাচ্ছে। সারাদিন এখানে নানা রকম পাখির কিচিরমিচির শোনা যায়। এখানে কোনো বাড়তি হইচই নেই, খুব শান্ত একটা পরিবেশ। এই নদী, কচুরিপানা ফুল আর মরিচ খেতের সহজ-সরল রূপই আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রতিদিন এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আমার সময় কেটে যায়।

আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমি আনন্দিত হব। আপনাদের মূল্যবান মতামত, মন্তব্য এবং সমর্থন আমার এই যাত্রাকে আরও অর্থবহ করে তোলে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও নতুন ও সুন্দর কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন—এই কামনা রইল।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzypkjVaA1HxMD7ENGGMZvR8Uis5cJ5LRnBM8ysTCwym6JQm9iGoXM8ANyog7D7jMa4pw1WjbVZrerdqaW.png

Posted using SteemX

Sort:  
 3 days ago 

X promotion post link

https://x.com/i/status/2005298868339306630

Posted using SteemX

Upvoted! Thank you for supporting witness @jswit.