সময়ের গুরুত্ব, সময় কারো জন্য কখনো থেমে থাকে না।
শুভেচ্ছা সবাইকে! আমার আজকের পোস্টটিতে আপনাদের স্বাগতম। এই প্ল্যাটফর্মে আমি নিয়মিতভাবে ফটোগ্রাফি, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য এবং আমার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আজকের বিষয়বস্তুও আপনাদের ভালো লাগবে। চলুন, শুরু করা যাক।
![]() |
|---|
সময় নিয়ে এখন আমার মনে যে চিন্তাগুলো আসে, সেগুলো খুব সাধারণ, কিন্তু ভীষণ সত্যি। আমার মনে হয়, আমি জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি। এই যে টাকা-পয়সা বা জিনিসপত্র, এগুলো হারালে হয়তো ফিরে পাওয়া যায়। কিন্তু একটা মুহূর্ত যদি চলে যায়, তবে তা আর কখনোই ফেরে না। এই কথাটা যখন আমি মন থেকে উপলব্ধি করি, তখন নিজেকে খুব বোকা মনে হয়।
আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কাজ জমিয়ে রাখা। সবসময় ভাবতাম, 'আরে থাক না, কাল করে নেব।' এই 'কাল করব' বলতে বলতে আমার হাত থেকে কত ভালো সুযোগ যে চলে গেছে, তার কোনো হিসাব নেই। যখন দেখি আমার চেনাজানা লোকেরা ঠিক সময়ে কাজ করে কত এগিয়ে গেছে, তখন আমার খুব কষ্ট হয়। মনে হয়, কেন আমি তখন আলসেমি করলাম, কেন সময় নষ্ট করলাম। এই দুঃখটা আমার মনের মধ্যে সব সময় থাকে।
তবে আমি এখন আর শুধু আফসোস করতে চাই না। যা গেছে, তা গেছে। এখন আমার হাতে যে সময় আছে, সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি জানি, এতদিন ধরে যে অভ্যাস তৈরি হয়েছে, সেটা রাতারাতি বদলানো কঠিন। কিন্তু আমি চেষ্টা থামাব না।
এখন আমি দিনের কাজগুলো একটা খাতায় লিখে রাখি। কোনো বড় কাজ দেখলে ভয় না পেয়ে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিই। যখন একটা অংশ শেষ হয়, তখন খুব শান্তি লাগে। নিজেকে তখন আগের চেয়ে অনেক ভালো মনে হয়। মনে হয়, আজ অন্তত আমি জয়ী হলাম।
আমি চাই না আমার বাকি জীবনটা শুধু মন খারাপ করে কাটুক। আমি আর সময় নষ্ট করব না। এখন থেকে আমি নিজের জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য এবং নতুন কিছু শেখার জন্য সময় দেব। দিন শেষে যেন বলতে পারি, আমি চেষ্টা করেছি। আজ আমি সময়টাকে কাজে লাগিয়েছি। আমার এখন এটাই একমাত্র ইচ্ছা, যা আমি মন থেকে চাই।
আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমি আনন্দিত হব। আপনাদের মূল্যবান মতামত, মন্তব্য এবং সমর্থন আমার এই যাত্রাকে আরও অর্থবহ করে তোলে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও নতুন ও সুন্দর কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন—এই কামনা রইল।


X promotion post link:-
https://x.com/i/status/1999655888249061744
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
ভাই আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।সময় এমন একটি জিনিস যা একবার হারিয়ে গেলে দ্বিতীয় বার আর ফিরে পাওয়া যায় না। তাই আমাদের সবার উচিত সময় কে গুরুত্ব দেওয়া। যাই হোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ভাই আপনি দারুন একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।সময় এমন একটি জিনিস যা একবার হারিয়ে গেলে দ্বিতীয় বার আর ফিরে পাওয়া যায় না। তাই আমাদের সবার উচিত সময় কে গুরুত্ব দেওয়া। যাই হোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।