আমার ভিডিওগ্রাফী:) লেডিবাগ পোকা। 🐞

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার ভিডিওগ্রাফী :)
লেডিবাগ পোকা 🐞

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আমি আজকে আবারো আপনাদের মাঝে একটি ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও থিম হচ্ছে লেডিবাগ পোকা। আসলে আমি পোকামাকড় ভীষণ পছন্দ করি এবং তাদের খুব কর্মকাণ্ডগুলো খুব কাছ থেকে অবলোকন করার চেষ্টা করি।

সত্যি বলতে আমার কাছে বেশ ভালই লাগে যখন একটি পোকার বেশ চমৎকার কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে গুছিয়ে উপস্থাপন করতে পারি। আমি সবসময় ভীষণ ব্যস্ত সময় পার করি। তবে যখনই একটু সময় পাই ঠিক তখনই প্রকৃতির মাঝে ছুটে যাই এবং আপনাদের জন্য বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি গুছিয়ে রাখার চেষ্টা করি। এরপর সেগুলোই ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপন করি। আমি মাঝখানে একদিন নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলাম আর সেখানেই এই চমৎকার পোকাটির দেখা পাই।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

লেডিবাগ পোকা আমরা হয়তো সবাই চিনতে পারছি। ছোট্ট এ পোকাটি ভীষণ সুন্দর দেখতে। তবে আমি যে পোকার ভিডিওগ্রাফি করেছি, সেটি ভীষণ ছটফটে এবং খুব তাড়াতাড়ি তার কর্মকাণ্ড গুলো করছিল।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

যাইহোক সে যতটাই ছটফট করুক না কেন, আমার মোবাইলের ফোকাস ঠিক তার দিকেই ছিল। আমি বেশ সময় নিয়ে তার কর্মকাণ্ড গুলো আমার ফোনে রেকর্ড করছিলাম। একটা সময় সে ছোট্ট সাদা বনফুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল সত্যি দেখার মত একটি দৃশ্য।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সবুজ ঘাসের মধ্যে এ ধরনের ছোট্ট লেডিবাগ পোকা অনেকটা মুক্তোর মত সুন্দর দেখায়। আমি তো তার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার সময় বেশ মুগ্ধ চোখে তাকিয়ে ছিলাম।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি।

ও আর একটি কথা, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। দেখবেন মনের ভিতরে প্রশান্তি অনুভূত হবে।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

চমৎকার একটি ভিডিও ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। এই লেডিবাগ পোকা সম্পর্কে আমি বেশ অনেক তথ্য পেয়েছিলাম একটি কৃষি প্রদর্শনী আর তার প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ প্রশিক্ষণ নেয়া সম্পর্কে। আর সেই থেকে এ পোকাটা সম্পর্কে আমার ধারণা আর এর নামটা জেনেছিলাম। তবে তাই হোক ভালো লাগলো কিন্তু আপনার সুন্দর ভিডিও ধারণ দেখে আপনি একদম তার দিকেই ফোকাস রেখেছিলেন সে যখনই যেখানে মুভ করেছে কিন্তু আপনি ক্যামেরা তার দিকে ঠিক রেখেছেন। বেশ ভালো লাগলো ভিডিও ধারণ।

 2 years ago 

সত ব্যস্ততার মাঝেও সময় বের করে নদীর পারে ঘুরতে গিয়ে নিশ্চয় চমৎকার সময় অতিবাহিত করেছিলেন। তার পাশাপাশি লেডিবাগ পোকার চমৎকার কিছু ফটোগ্ৰাফি এবং ভিডিওগ্ৰাফি ধারণ করেছেন। ভিডিওটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া এধরনের ভিডিওগুলো করতে অনেক ধৈর্য্য ও সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

লেডিবাগ পোকার ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে খুবই ভালো লাগলো। তবে এতোটুকু পোকা অথচ একটুও সুস্থির নেই।শুধু এখানে ওখানে ছোটাছুটি ,হিহিহি।সুন্দর ভাবে ভিডিওটি ধারণ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু।
সত্যিই ভিডিওটি করতে বেশ কষ্ট হয়েছে।
যাইহোক আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লেডিবাগ পোকা বিভিন্ন ধরণের রয়েছে। তবে ছোট লেডিবাগ পোকার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। একদমই ঠিক বলেছেন। পোকাটি বেশ চটপটে। শত ব্যাস্ততার মাঝে ও আমাদের জন্য সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পোস্ট গুলো রেডি করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাঝে মধ্যে অবশ্যই সময় পেলে নদীর পাড়ে গিয়ে ঘুরে আসবেন। আর নতুন কিছু পেলে অবশ্যই পোস্ট এর মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

কিচ্ছু করার নাই, নদীর পারে মাঝে মধ্যে যেতেই হবে 😄
না হলে এমন ভিডিও কোথায় পাবো বলো। ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ব্যস্ততার মাঝে চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। কিছু দিন আগে আপনি নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলেন আর সেখানেই এই চমৎকার পোকাটির দেখা পান এবং খুব দক্ষতার সাথে ভিডিও করে। লেডিবাগ পোকা খুবই ছটফটে স্বভাবের, তার পরও সুন্দর একটি ভিডিও করেছেন, আপনার দক্ষতার প্রশংসা করতে হবে। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই ।

 2 years ago 

ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
যখন সুযোগ পাই, তখনই সবুজের মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ছবি তুলতে এবং ভিডিওগ্রাফি করতে সবসময়ই আমার ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাঝেমধ্যে নদীর ধারে ঘুরতে গেলে মন ফ্রেশ হয়। একদিন নদীর ধারে ঘুরতে গিয়ে আপনি খুব সুন্দর করে লেডিবাগ পোকা ভিডিওগ্রাফি করেছেন। তবে নিজের চোখে সুন্দর লাগলে ওই জিনিস ভিডিওগ্রাফি করলে চমৎকার হয়। তবে আপনি ক্ষুদ্র লেডিবাগ পোকা এর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। সত্যি আপনার ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। এবং ভিডিওগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আমাদের পাশের নদী আছে মাঝেমধ্যে আমিও নদীর ধারে ঘুরতে যাই। তবে আপনি খুব সুন্দর লেডিবাগ পোকা এই ভিডিওগ্রাফি করেছেন। তবে এই পোকাগুলো ছোট দেখতে বেশ ভালই লাগে। আর এত ছোট পোকার ভিডিওগ্রাফি করা খুব কষ্টকর। সত্যি আপনার ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। সময় দিয়ে খুব চমৎকার ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার ভিডিওগ্রাফী দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। আসলে চেষ্টা করি সবসময়ই ভালো কিছু উপস্থাপন করার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লেডিবাগ পোকা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর ভাই। তবে লেডিবাগ পোকা এত দৌড়াদৌড়ি করার পরেও আপনি যে ফোকাস ঠিক রেখে ভিডিওটা করেছেন, এটা দেখে বেশ ভালো লাগছে। তাছাড়া ভিডিওগ্রাফিটা বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা আমার কাছে অনেক সুন্দর লাগলো, একদম ন্যাচারাল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
আসলে কাজগুলো করতে ভীষণ ভালো লাগে, তাই বেশ আনন্দ নিয়ে করতে পারি। প্রতিনিয়ত আপনার চমৎকার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।

 2 years ago 

আনন্দ নিয়ে কাজ করলে যে কোন কাজই অনেক সুন্দর হয় ভাই।