অদৃশ্য ছায়ার শহর: পর্ব ৬
নমস্কার বন্ধুরা,
সায়নের পিছু পিছু পাড়ার কয়েকজন আসছিল। সায়নের উপরে কেউ একজন ঝাঁপ দিয়েছে দেখে সবাই দৌড়ে, হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। নেমীচাঁদের সামনে রাস্তায় ধীরে ধীরে ভিড় জমে গেলো। রোহনকে দেখে সবার মুখে অবিশ্বাসের ছাপ। উজ্জ্বল কৃষ্ণবর্ণের রোহনের চেহারা মলিন হয়ে গেছে। ঘামে ভিজে, চোখের তলায় গভীর কালচে দাগ বসে গেছে, যেন বহুদিনের অসুস্থ কেউ মৃত্যুর মুখ থেকে ফিরেছে। শরীর কাঁপছে, অবিরাম ঘাম ঝরছে। দাদাকে জড়িয়ে ধরে প্রলাপের মতো একনাগাড়ে আউরে চলছিল,
"দাদা… আমাকে বাঁচা… ওরা আমাকে মেরে ফেলতে যাচ্ছিল… আমি পালিয়েছি…"
পাড়ারই পুচন কাকু, যিনি সবসময় ঠান্ডা মাথায় কাজ করেন, রোহনের হদিস পাওয়া গেছে দেখে ফোন বের করে সায়নদের বাড়িতে খবর দিলেন। "বৌদি, চিন্তা কোরো না, রোহনকে পাওয়া গিয়েছে! আমরা কিছুক্ষন মধ্যেই ফিরছি…"
ওপাশ থেকে রোহনের মায়ের কান্নাভেজা কণ্ঠ ভেসে এলো। সায়ন কাঁধে ভর দিয়ে ভাইটাকে প্রায় টেনে তুলল, "চল ভাই, বাড়ি যাই, মা খুব চিন্তা করছে..."
বাড়ির দরজা খুলতেই মা ছুটে এসে দুই ছেলেকে জড়িয়ে ধরলেন। চোখের জল থামাতে পারছিলেন না। রোহন নিশ্চিত মৃত্যুর হার থেকে বেঁচে মায়ের সান্নিধ্য পেয়ে কিছুই বলতে পারল না, শুধু মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল।
তখন বাড়ি ভর্তি মানুষ! বাড়ি ফিরে রোহন ওর দুঃস্বপ্ন মুছে ফেলতে চাইলো। স্নান করে বেরিয়ে আসার পরে মা নিজের হাতে খাইয়ে দিতে চাইলেন। রোহন যেন কিছুতেই খেতে পারছে না, চুপচাপ বসে আছে। ভাত হাতের আঙুলে, কিন্তু মন অন্য কোথাও। বাড়িভর্তি লোকজনের সামনে হঠাৎ বলে উঠছে, "ওরা আবার আসবে… আমি জানি…"। সায়ন পাশে বসে ছিল, উঠে এসে ওর কাঁধে হাত রাখল, "ভাই... সব ঠিক আছে রে… কেউ আসবে না, আমরা আছি তো সবাই।"
কয়েক গ্রাস খেয়ে রোহন শোয়ার ঘরে গেলো। ওর সাথে মা গেলেন। এদিকে সায়ন রোহনের বাবা চুপ হয়ে গেছেন। হয়তো এখন উনি ঘটনার আকস্মিকতা মেনে নিতে পারেননি। রাত প্রায় একটা বাজে। পড়শী, বন্ধুরা তখন প্রায় সকলেই বাড়ি ফিরে গেছে। জেগে আছে হাতেগোনা চার পাঁচজন। সবাই বুঝতে পারছে, কিছু একটা ভয়ংকর ঘটনা ঘটেছে, কিন্তু ঠিক কি ঘটেছে সেটা কেউ আন্দাজ করেতে পারছে না। সায়নের এক ডাক্তার বান্ধবী সমাদৃতা, রাতে ওদের বাড়িতে থেকে গেল। সেই সাথে রোহনের পাড়ার এক বন্ধুও থাকলো। ঠিক হলো, রাতে কেউ ঘুমোবে না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




Congratulations @kingporos, your post was upvoted by @supportive.