শীতের রাতে তিন ধরনের স্বাদ 🍕😋

in আমার বাংলা ব্লগ29 days ago

নমস্কার বন্ধুরা,

কলকাতায় বিগত তিনদিন জাঁকিয়ে ঠান্ডা পড়া শুরু করেছে, আর বেশি ঠান্ডা পড়লেই খিদের মাত্রা বেড়ে যায়। শীতের রাতে তাই নিজের জন্য ছোট্ট একটা পিজ্জা পার্টি আয়োজন করে ফেললাম। ঠাণ্ডা বেশ জমে উঠছে, গরম কিছু খাওয়ার ইচ্ছে মাঝে মধ্যেই জাগছিল। আর সেটা হয়তো ডোমিনোজ কোম্পানির কেউ অজ্ঞাতেই বুঝে গেছিল, সন্ধ্যে বেলায় আমার ডোমিনোজ রেজিস্টার্ড নাম্বারে টুক করে মেসেজ পাঠিয়ে দিলো, দুটো পিজ্জা কিনলে একটা ফ্রি। এত লোভনীয় অফার দেখে আর দেরি করা ঠিক? পিজ্জা হয়ে উঠলো রাতের পার্টির মেনু। অ্যাপ খুলে অর্ডার করলাম। অফারটা ছিল মূলত দুটো নন-ভেজ পিজ্জা অর্ডার করলে একটা ভেজ পিজ্জা ফ্রি। শুধুমাত্র দুটো পিজ্জার দাম ২৪৯ টাকার উপরে হতে হবে।

1000124276.jpg

অর্ডারে আমি বেছে নিলাম, নন-ভেজ লোডেড পিজ্জা আর একটা পেপার বারবিকিউ চিকেন পিজ্জা। সাথে ফ্রি হিসেবে বেছে নিলাম, ক্যাপসিকাম ও রেড প্যাপরিকা পিজ্জা উইথ বিদেশি হট সস। অর্ডার করলাম রাত ১১ বাজার ঠিক ৫ মিনিট আগে। সেটা করার মাত্র ২৫ মিনিটের মধ্যেই ডেলিভারি এসে পৌঁছে গেলো আমার কাছে। গরমের হালকা ধোঁয়া আর বক্স খুলতে পিজ্জার দারুণ সুঘ্রাণ! আহা, দুটো মিলিয়ে পুরো শীতের রাতটা কিছুটা উষ্ণ করে দিল। প্রথমে পেপার বারবিকিউ চিকেন পিজ্জা খেলাম। পাতলা ক্রাস্ট, কোনা গুলো সঠিক ভাবে টোস্টেড, আর চিকেনের ছোট বারবিকিউ টুকরো। হালকা ধোঁয়াটে পেপার বারবিকিউ চিকেনের স্বাদ প্রতিটা কামড়কে আলাদা মাত্রা দিচ্ছিল। নন-ভেজ লোডেড পিজ্জা কেমন ছিল সেটা ভাষায় বলবো না, ছবিতে দেখলেই বুঝবেন তাতে কতগুলো চিকেনের টুকরো ছিল। আহা! লেখার সময়ে জিভ জল চলে এলো।

1000124265.jpg

1000124260.jpg

শেষে খেলাম ফ্রি পাওয়া ক্যাপসিকাম ও রেড প্যাপরিকা পিজ্জাটা। সত্যি বলতে আমি ভাবিনি যে চিকেন পিজ্জা খাওয়ার পরেও সেটা এত ভালো লাগবে। ক্যাপসিকামের হালকা ক্রাঞ্চ আর রেড প্যাপরিকারের লঙ্কার মৃদু ঝাঁজ পিজ্জাটাকে খুব ব্যালান্সড করেছে। বিদেশি সসটা পুরো পিজ্জার উপরে ছড়ানো, তাতে স্বাদটা আরও বেড়ে গেছিল। তিনটা আলাদা স্বাদের পিজ্জা, শীতকে অন্য রূপ দিলো। অফারটাও পুরোপুরি ভ্যালু ফর মানি, সেই সাথে খাবারের স্বাদও মন ভরানো।

1000124272.jpg

1000124266.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png