ক্রিপ্টো মার্কেটের দুঃখ, পিজ্জার কোলে
নমস্কার বন্ধুরা,
কিমাময় জীবন! হঠাৎ করে ক্রিপ্টো মার্কেটে কোন শয়তান লোকের নজর পড়েছে যে ধসনামা যেন কিছুতে থামছে না। সেসব দেখে ঘুম আসা উবে গিয়েছে। মাঝে কদিন ঘর থেকে বেরোতে পারিনি। সব স্বাভাবিক হচ্ছিল তখনই মার্কেট নীচে নামা শুরু হলো। যখন ফের মার্কেট নামতে শুরু করলো অল্প অল্প যাও ঘুম এসেছিল চারিদিক থেকে পালিয়ে গেল। জেগে আছি সেই অবস্থাতে মন ভোলানোর জন্য পিজ্জার দিকে নজর দিলাম। আসলে বিগত কিছু সময়ে মানসিক চাপ কাটানোর উপায় হিসেবে বেছে নিয়েছি খাবারকে। সেজন্য বেশ কিছুটা ওজনও বেড়ে গিয়েছে। ওজন বাড়ার কথা মাথা দিয়ে কাজ নেই, মন ভালো নেই খাবার কিছুটা মনের পরিস্থিতির পরিবর্তন করে দেবে সেই আশাতে অর্ডার করলাম। আরেকটা বিষয় হচ্ছে ডমিনোজ আমাকে একটা ১০০ টাকার কুপন পাঠিয়েছে সেটাও অর্ডার করার পেছনের সাহস বলতে পারেন।
আজ তিন ধরনের পিজ্জা একসাথে অর্ডার করলাম। চিকেন কিমা উইথ দেশি মাখনি সস, ক্লাসিক পিজ্জা আর পনির ক্যাপসিকাম পিজ্জা উইথ বিদেশি সস। অর্ডার করলাম তার ২৫ মিনিটের মধ্যে চলে এলো। আমি অপেক্ষা করিনি মার্কেট থেকে চোখ সরিয়ে নজর ঘোরালাম পিজ্জার বাক্স গুলোর দিকে। খুলে ফেললাম ক্লাসিক পিৎজা। বিশেষ কিছু বলার নেই শুরুটা ভালই হল। তারপর হাতে তুলে নিলাম পনির ক্যাপসিকাম পিজ্জা উইথ বিদেশি সস। বিদেশি সস কি আছে জানিনা তবে মোটামুটি, কেমন যেন শুকনো লাগলো।
একদম শেষে খুলে ফেললাম চিকেন কিমা উইথ দেশি মাখনি সস। প্রথম বারের জন্য কিমার পিজ্জা অর্ডার করেছি। খুব ভালো লাগলো প্রথম গ্রাস নিয়ে, বারবার মনে হচ্ছিল, আগে কেন এটা অর্ডার করিনি। মার্কেট নিচে নেমে আসার জন্য যেটুকু মানসিক চাপের মধ্যে পড়ে গিয়েছিলাম সেটা অনেকটা কমে গেল। খাবারের স্বাদ ও ভাললাগা হয়তো এইটাই। সেই সাথে কিমার টুকরো গুলো মুখে পড়তেই যেন মিলিয়ে গেল। মাখন এর গন্ধের চিজ এবং পেঁয়াজগুলো পিজ্জার স্বাদে আরো ভিন্নমাত্রা জুগিয়ে ছিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS









ট্রাম্পের কারণে ক্রিপ্টো মার্কেট ঘুরে দাঁড়াতেই পারছে না। মার্কেটের এমন অবস্থা দেখে সত্যিই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। যাইহোক মজার মজার পিজ্জা খেয়ে মন ভালো করার আইডিয়াটা কিন্তু দারুণ। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।