অনিশ্চয়তার মধ্যে বাড়ি ফেরা

in আমার বাংলা ব্লগ20 hours ago

নমস্কার বন্ধুরা,

ফের বাড়ি এলাম, তবে এইবার পরিস্থিতিটা একেবারে আলাদা ছিল। ২২ তারিখে আসবো, মনে মনে ঠিকই ছিল, কিন্তু ঠিকঠাক পরিকল্পনা ছিল না। দেরিতে সব কিছু সিদ্ধান্ত হওয়ায় ট্রেনের টিকিট পেলাম না। প্রথমে ভেবেছিলাম তৎকাল কাটবো। কিন্তু দূর্ভাগ্য তৎকালের সময়ে আমি পথে থাকার জন্য টিকিটই কাটতে পারলাম। তবে খুব একটা চিন্তা হয়নি, আসলে গত কিছু মাস ধরে একটা বিষয় লক্ষ করছি আমার যাত্রার দিনে অনেক সময় ট্রেনে Current টিকিট থাকছে। এমনি দিনেও দেখেছি, শেষ মুহূর্তে হঠাৎ করে আসন ফাঁকা হয়ে যায়। সেই ভরসাটুকু রেখে ২২ তারিখের সকাল থেকে ট্রেনের Current টিকিটের দিকে চোখ রাখা শুরু করলাম। সকাল সাড়ে নটা নগদ অ্যাপ খুলে দেখলাম যথারীতি ২২ খানা টিকিট এসি কামরায় আছে। মন নেচে উঠলো। যদিও কবার চেষ্টার পরেও বিফল হলাম।

1000146540.jpg

বেলা ১ টার দিকে ফের একবার অ্যাপ খুলে দেখি তখন ১৬ টা টিকিট তখন আছে। ফের চেষ্টা করলাম! এইবারে হয়ে গেলো। টিকিট কাটা হয়ে গেলে বুকের ভেতর হালকা স্বস্তি পেলাম। মনে হলো, এতক্ষণ যে অস্থিরতা ছিল, সেটা এক মুহূর্তে চলে গেল। বাড়ি যাচ্ছি, এই ভাবনাটাই মনকে উৎফুল্ল করে দেয়এ রাতের ট্রেন। সময় মতোই স্টেশনে পৌঁছে গেলাম। চারপাশে কোলাহল, প্ল্যাটফর্ম ভর্তি মানুষজন। স্টেশনে বেশ কিছুটা আগেই পৌঁছে গেছিলাম। ট্রেনে উঠে নিজের সিটে বসলাম। মনে বেশি আনন্দ ছিল। আসলে অনেক অনিশ্চয়তা পেরিয়ে, একটু সাহস আর ধৈর্য রাখার ফলে পথটা সম্ভব হলো।

1000146539.jpg

1000146538.jpg

যথাসময়ে ট্রেন ছেড়ে দিলো। জানালার বাইরে কলকাতার আলো ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। রাতের অন্ধকারের ট্রেন এগিয়ে চলেছে, আর আমার মন তখন বাড়িতে পৌঁছে গেছে। হাঃ হাঃ। আদপে এইবারের বাড়ি ফেরা সবচাইতে আলাদা। পরিকল্পনা কম, অনিশ্চয়তা বেশি, আর শেষ মুহূর্তে ভরসা করে যাত্রা। অনিশ্চয়তার কারণে আনন্দ বেশি ছিল। কলকাতা থেকে যখন ট্রেন ছেড়েছিল সেই সময়ে বেশ গরম ছিল। সকালে যখন স্টেশনে নামলাম তখন দেখি কুয়াশায় চাদরে ডুবে আছে। সেই সাথে হালকা শীতও লাগছে।

1000146541.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟