অদৃশ্য ছায়ার শহর: পর্ব ২

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার বন্ধুরা,

ট্যাবলেটটা খাওয়ার পর থেকে রোহনের শরীরটা যেন অন্যরকম। চোখ ঝাপসা। পা কাঁপছে। হাঁটু নরম হয়ে দাঁড়িয়ে থাকার মতো পায়ে জোর নেই। লোকটা তখন রোহনের কাঁধে হাত রেখে বলল,

“ওঠো, বসো এদিকে। আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি…”

রোহন বসেও থাকতে পারছে না, মাথার ওপরে আকাশটা অদ্ভুতভাবে ঘুরছে। শরীর বেগতিক বুঝে সে মোবাইল বের করে মাকে ফোন করলো। রোহন ওর মায়ের গলাটা শুনে ক্ষীণ স্বরে বলার চেষ্টা করল,

"আমার শরীরটা খুব খারাপ লাগছে, এক ভদ্রলোক আমাকে জল ওষুধ খাইয়েছে, এখন বাড়ি যাওয়ার জন্য উনি ট্যাক্সি ডাকতে গেছে, আমি..."

রোহনের কথা শেষ না হতেই হঠাৎ মাথায় কেউ যেন প্রবল জোরে আঘাত করলো! সে সড়কের ওপর গড়িয়ে পড়ল। ভরদুপুর বেলায় চারপাশটা অন্ধকার হয়ে গেলো।

1000101288.jpg

Credit: Pixabay

প্রায় তিন ঘণ্টা পর, মাথার ভিতরটা ভোঁ ভোঁ শব্দ করছে। চোখ খুলতেই রোহন বুঝল, সে কোনো সাধারণ জায়গায় নেই। চোখ ঘুরিয়ে চারপাশটা একবার দেখে বুঝলো, ঘরটা অনেকটা হাসপাতালের মতো, কিন্তু ঠিক হাসপাতাল নয়। চারটে বেড আছে। প্রতিটা বেডে একজন করে শুয়ে। যারাই শুয়ে রয়ে সকলের স্যালাইন গোছের কিছু চলছে। বিছানায় রোগীর মতো পড়ে, পেটের ওপর জামার বাইরে দিয়ে শুধু সাদা ব্যান্ডেজ চেপে বাঁধা।

রোহান নিজের দিকে তাকিয়েও পুরোপুরি স্তব্ধ, ফুল প্যান্ট নেই, শুধু একটা নোংরা হাফ প্যান্ট। সারা শরীর অসম্ভব ব্যথা, মাথার পেছনের হালকা ফুলেও আছে। ঘরে তিনটি মেয়ে নার্সের পোশাকে আর একজন ছেলে স্টেথো ঝুলিয়ে দাঁড়িয়ে গল্প করছে। কিন্তু রোহন তাদের মুখে কোনও অভিব্যক্তি খুঁজে পেলো না, দূর থেকে তাদের যেন ছায়ার মত লাগছিল। রোহান আতঙ্কে কাঁপতে থাকা কণ্ঠে বলল,

“দিদি… আমাকে বাথরুমে যেতে হবে…”

তারা কেউই উত্তর দিল না। রোহন আবার বলতেই এক মেয়ে রোবটের মতো আওয়াজ করল,

“এখানে বাথরুম নেই।”

রোহনের ভিতরে ভয় দানা বাঁধছিল। মনে মনে সন্দেহ হচ্ছিল সে হয়তো কোন অর্গান ট্রাফিকার গ্যাংয়ের হাতে পড়েছে। মাথা যেন কিছুতেই কাজ করছিল না। কখন কিভাবে ঘটনা গুলো হয়ে গেল, রোহন বারবার ঘটনাক্রম সাজিয়েই কিছুতেই যেন হিসেব মেলাতে পারছিল না। জীবন সংশয়, মনে মনে ভাবছিল আজই হয়তো তার শেষ। রোহন গোটা ঘরটার চারপাশটা ভালো ভাবে পর্যবেক্ষণ করতে থাকলো একটিমাত্র ঘুলঘুলি জানলা, ভেতরে ঢোকার এবং বেরোনোর একটি মাত্র কাঠের দরজা। দূর থেকে গাড়ি-ঘোড়ার আওয়াজ আসছিল তবে রাস্তা যে বেশ খানিকটা দূরে সেটা ঠিকই ঠাহর করা যাচ্ছিল।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png