৩০ স্টিম পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ20 hours ago

pu-01.jpeg

নমস্কার,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আমি বছরের ৭০ তম পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হলাম।

স্টিমিট যাত্রার পর থেকে পাওয়ার আপ করে চলেছি। যা নিয়মিত ভাবে শুরু করি দিই ২০২২ সালের টার্গেট ডিসেম্বর-২ অংশগ্রহণ করার মাধ্যমে। শুরুতে লক্ষ্য রাখি, ১০,০০০ SP। প্রতিনিয়ত পাওয়ার আপ করে ২০২২ সালের এপ্রিল মাসে ১০,০০০ SP র লক্ষ্য ছুঁই। লক্ষ্যে পৌঁছে সামনের দিকে এগোতে থাকি। যার ফল স্বরূপ ২০২২ সালে আমি ট্রিপল ডলফিন হতে সক্ষম হই। ২০২৩ সালে টার্গেট ডিসেম্বর-৩ চালু হলে প্রথম লক্ষ্য রাখি ২৫০০০ SP র। যা পূর্ন করার পরে নতুন ৩০,০০০ SP র লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, যা ২০২৩ সালে পূর্ন করে ফেলি। ২০২৪ সালে ৪৫,০০০ SP-র লক্ষ্য মাত্রা স্থির করে টার্গেট ডিসেম্বর-৪ এগোতে থাকি এবং সেই লক্ষ্যে পৌঁছেও যাই। সবকিছু সম্ভব পর হয়েছে ফ্যান্টম দার আশীর্বাদআমার বাংলা ব্লগের ভালোবাসায়।


বছর শুরু হওয়ার পর নতুন লক্ষ্যমাত্রা রেখে এগোতে শুরু করেছিলাম। ইচ্ছে ছিল ২০২৫ শেষ হওয়ার আগে ৬০,০০০ SP পূর্ন করা। যা আমি বছরের সপ্তম মাসেই পূর্ণ করে ফেললাম। আমার আগামী লক্ষ্য ৬৫,০০০ SP। আশা করছি পূর্বের মতোই ফ্যান্টম দার আশীর্বাদ এবং আমার বাংলা ব্লগের ভালোবাসা নিয়ে কাঙ্খিত সেই লক্ষ্যে পৌঁছে যাবো।


পাওয়ার আপ করার পূর্বে আমার অ্যাকাউন্টে স্টিম পাওয়ার ছিলো ৬৩,৮০৪ SP। পাওয়ার আপ করার পর আমার স্টিম পাওয়ারের পরিমাণ ৬৩,৮৩৪ SP।


আমার আজকের পাওয়ার আপ করার মুহূর্ত!

পাওয়ার আপ প্রক্রিয়া

  • আজকের পাওয়ার আপের পূর্বে আমার SP ছিলো ৬৩,৮০৪।

1000080651.jpg


  • ৩০ স্টিম পাওয়ার আপ করার মুহূর্তে।

30 STEEM.png


  • পাওয়ার আপের পর আমার SP হলো ৬৩,৮৩৪।

1000080652.jpg


আজকের মতো বিদায় চাইলাম। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, congratulations on reaching 63,834 SP and achieving your goal so early in the year! Your consistent power-ups are truly inspiring, and it's amazing to see how you've progressed since starting your Steemit journey. Your dedication to the platform and the "আমার বাংলা ব্লগ" community is evident and commendable.

The detailed breakdown of your power-up process, complete with screenshots, makes this post incredibly helpful and motivating for others looking to grow their SP. Your next goal of 65,000 SP seems well within reach with your continued effort and the support of the community. Keep up the fantastic work, and thanks for sharing your journey with us! We are lucky to have you here.

 2 hours ago 

আপনি ৩০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৬৩,৮৩৪+ এসপি তে পৌঁছে গেলেন দাদা। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা।