চিন্তার দাওয়াই ডোমিনিজের পিজ্জা এবং গার্লিক ব্রেড
নমস্কার বন্ধুরা,
পিজ্জা খাওয়ার লোকটা যেন জিভে লেগে গিয়েছিল কিছুতে যেন সেই লোভটাকে মাথা থেকে সরাতে পারছিলাম না। সঠিক ভাবে বললে জিভ থেকে সরাতে পারছিলাম না। মাঝেমধ্যেই ইচ্ছে করছিল অর্ডার করে খাই, এদিকে খেয়ে খেয়ে ওজন বাড়ানোর একটা ভয়ে ছিল আছে। সেদিন রাত্রে চুপচাপ বসে ছিলাম, মানসিকভাবে একটু চিন্তা গ্রস্ত ছিলাম। আসলে আমার বাংলা ব্লগ না থাকার চাপটা সঠিকভাবে নিতে পারছি না। মাঝেমধ্যেই স্ট্রেস ইটিং করে চলেছি। সেদিন রাত্রে তেমনভাবেই বসে বসে নানান চিন্তা মাথায় করছিল। তার মধ্যেই রাত জেগে জেগে ঘুম না আসার জন্য হঠাৎ খিদে পেল। ঘড়িতে প্রায় দুটো বেরিয়ে গেছে, এদিকে কিছুতেই ভেতরের উদ্বেগ এবং স্ট্রেস কমাতে পারছি না। শেষমেষ অর্ডার করে বসলাম।
রাতের অর্ডার, বিশেষ কিছু লিস্ট লম্বা করিনি। দুটো পিজ্জা সাথে একটা গার্লিক ব্রেড। ইদানিং খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার বাইরে খাওয়া হয়ে গিয়েছে তারপরেও অর্ডার করে অপেক্ষা করতে থাকলাম। প্রায় ঘন্টা খানিক সময় দেখাচ্ছিল বাড়ি পৌঁছানোর জন্য। মাঝখানে অল্প ঘুমও চলে এলো কিন্তু চিন্তার জন্য ঘুমটা ভেঙে বসে রইলাম এক ঘন্টার অর্ডার অল্প সময়ের মধ্যেই দিয়ে গেল। তখন ঘড়িতে আড়াইটা বাজে, নিচে গ্রিল খুলে খাবার টানতে একটু যেন ভয় ভয় করছিল। জলদি খাবার চলে আসার কারণে আমিও খুব তাড়াতাড়ি খুব সেগুলো খুলে বসে পড়লাম।
প্রথম দিন একটা পিজ্জা খেলাম। এটা ছিল ক্লাসিক পিৎজা একটা ভিন্ন ধরন যদিও খাবারের সাথে সেটা বুঝতে পারলাম না কিন্তু গরম গরম খেতে মন্দ হলো লাগলো না। তারপর গার্লিক ব্রেড খুললাম। মাখন এর সাথে রসুনের গন্ধের মিশ্রণে এক অসাধারণ আবহ তৈরি করেছিল। খোলার নিমেষের মধ্যে খেয়ে নিলাম। খেতেও বেশ ভালো এবং খুব হালকা। আরো একটা পিজ্জা বাকি ছিল, সেটাও খেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত চাপটা কমলো না। পেট অতিরিক্ত ফুলে ফেঁপে উঠল সেটা অবশ্য ঠিক। জানিনা চাপা উত্তেজনায় কবে কমবে তবে সেই রাত্তিরের জন্য ঘুমোতে পারলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
