মিনিট দুয়েকের জন্য শেষরক্ষা হলো না
নমস্কার বন্ধুরা,
হয়তো দুর্যোগ এরই নাম। জামশেদপুর যাওয়ার জন্য আজ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল বিকেল ৫:২০ তে। আমি সাড়ে তিনটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যদিও হাওড়া স্টেশন ৪৫ মিনিট মতো লাগে তবুও হাতে সময় নিয়ে যাওয়াটা আমার এক পুরনো অভ্যেস রয়েছে। এত আগে পেরিয়েও যে শেষ এমন ঘটনা হবে সেটা কল্পনাতেও ভাবিনি। এমনকি বাড়ি থেকে বেরোতেই এসি বাস পেয়ে গিয়েছিলাম। কিন্তু যেখানে বাসের পৌঁছতে সময় লাগে সর্বোচ্চ ১ ঘন্টা সেখানে বাসে চেপে হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছতেই পারলাম না। আজ ধনতেরাস, কোলকাতার বহু জায়গায় ভিড় হয়েছে। বিশেষ করে যেসব জায়গায় সোনার দোকান আছে। এরকমই একটা জায়গা হাওড়া ব্রিজের কিছুটা আগেই পড়ে, বুড়ো বাজার। সেটার জ্যামে বাস থেকে নেমে গিয়েও শেষরক্ষা হলো না। যখন স্টেশনে ঢুকেছি তখন ট্রেন বেরিয়ে গেছে।
রাস্তার অর্ধেক যাত্রা আমার ঠিকই ছিল। তারপর থেকেই বিপত্তিগুলো শুরু হল কিন্তু সামনে যে এত বড়ো সমস্যা তৈরি হতে চলেছে সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। বাস জ্যামে দাঁড়িয়ে রয়েছে মিনিটে পর মিনিট পেরিয়ে চলেছে, কিন্তু সামনে যে পরিস্থিতি এত গভীর হয়ে আছে সেটা বোঝা সম্ভব নয়। জ্যামের শুরু হল চারটে বেজে পাঁচ মিনিটে। সময় চলেই যায় কিন্তু গাড়ি যেন কিছুতেই এগোচ্ছে না। ভেবেছিলাম জ্যাম কেটে গেলে তড়িৎ গতিতে পৌঁছে যাবো। বাস কিছুটা জায়গায় ফাঁকা পেয়ে অল্প জোরেই চলল। ঘড়িতে তখন ৪:৪০, স্টেশন মাত্র ২ কিমি দূরে আছে। কিন্ত সেই পথে জ্যাম থাকায় বাসের রুট ঘুরে গেলো। সেই পথ কিছুটা ফাঁকা পেয়ে বাস ছুটিয়ে দিলো। মাঝে একবার ভাবছিলাম বাস থেকে নেমে মেট্রো করে চলে যাই। বাসের বেগ থেকে সেটা আর করিনি।
ফের বিপত্তি শুরু হলো, স্টেশনের পথে। জ্যামে বাস যেন কিছুতেই নড়ছে না, দাঁড়িয়ে থাকলো। এদিকে বুকে ধুকধুক বেড়েই চলেছে। ঘড়িতে ৫ টা পেরিয়ে গেলো, সেই মুহূর্তে ফেয়ারলি লঞ্চ ঘাট স্টপেজ পেরোচ্ছিল। উপায় না পেয়ে বাস থেকে নেমে সেদিক দৌড় দিলাম। হুড়োহুড়ি করে টিকিট কেটে লঞ্চ ঘাটে, তখনই একটা লঞ্চ ঢুকছিল। উঠে পড়লাম, লঞ্চ ছাড়লো ৫:১০ এ, খুব কাছাকাছি হওয়ার জন্য লঞ্চ স্লথের গতিতে হাওড়া লঞ্চ ঘাটে পৌঁছলো, তখনই ৫:১৯ বেজে গেছে। তাও নেমে দৌড় দিলাম, প্রায় ২০০ মিটার রাস্তা, মানুষের ভিড় কাটিয়ে যখন আমার কাঙ্খিত প্লাটফর্ম এ পৌঁছালাম তখন ৫:২২। ট্রেন ছেড়ে গিয়েছে, ট্রেনের স্টেশন ইঞ্জিন গুটি গুটি ট্রেন শেডের দিকে এগোচ্ছে। এদিকে আমি দরদর করে ঘামছি, মাথা কাজ করছে দেখে স্টেশনেই বসে পড়লাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







মাঝে মাঝে এরকম পরিস্থিতিতে পড়তে হয়। তবে এই পরিস্থিতি মোকাবেলা করতে অনেক কষ্ট হয় দাদা।