অদৃশ্য ছায়ার শহর: পর্ব ৫
নমস্কার বন্ধুরা,
পথবাতির তলায় পৌঁছে রোহনের শরীরের প্রতিটি শিরা কাঁপছে। জিভ শুকিয়ে কাঠ। কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। পথ চলতি মানুষরা ওকে দেখে কিছুটা ইতস্তত বোধ করছিল। পাগলের মতন আচরণ, গায়ে একটি পুরনো হাফপ্যান্ট ছাড়া কিছুই নেই। ওকে দেখে সবাই দূরে সরে যাচ্ছিল। পথচারীদের কাছে সাহায্যের জন্য দুহাত বাড়িয়ে দিচ্ছিল কিন্তু কেউ ওর দিকে এগোচ্ছিল না। সবাই যখন মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল তাদের মধ্যে একজন এগিয়ে আসায়, রোহন তার পা ধরে হাউ হাউ করে কেঁদে বলল,
"কেউ আমাকে বাঁচান… দয়া করে একটি ফোন করতে দিন…”
লোকটা প্রথমে দ্বিধায় পড়লেও, শেষমেশ নম্বর শুনে ফোনটা রিং করে দিল। ওপার থেকে কেউ ফোন তুলতেই রোহনের কাঁপা গলায় কথা, "আমি… আমি মরে যাব… দাদা এসে নিয়ে যা…"
কথাটা শেষ হতেই মোবাইলটা যেন হাত থেকে পড়ে গেল। সায়ন বারবার,
হ্যালো, হ্যালো...
অন্যপ্রান্ত থেকে আওয়াজ ভেসে আসছিলো। সেই অপরিচিত লোকটি কানে তুলে সায়নকে সব ঘটনা জানালো এবং তারা এখন পার্কস্ট্রিটে আছে সেটাও জানিয়ে দিল।
সায়নরা তখন সরোবরের আশপাশে হন্যে হয়ে খুঁজছিলো। রোহনের ফোন পেয়ে তারা তড়িৎ গতিতে, সেখান থেকে বেরিয়ে পড়ল। পার্ক স্ট্রিট মাত্র ৫ কিমি রাস্তা। সায়নরা পড়শী ও বন্ধুবান্ধবদের নিয়ে রওনা দিয়ে দিলো।
ঘড়িতে তখন প্রায় নটা বাজে।
পার্ক স্ট্রিটে পৌঁছে ট্রাফিক গার্ডকে তারা ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, “স্যার, আমার ভাই অসুস্থ হয়েছে, পার্ক স্ট্রিটেই আছে, আমাদের সাহায্য করুন..."
কর্তব্যরত পুলিশ অদ্ভুতভাবে হেসে বলল, "এসব কিছুই এখানে হয়নি। আপনরা একটু নাটক কম করুন।"
এদিকে সেই ফোন নাম্বার টাও সুইচ অফ বলছিল। উপায় নেই, নিজেরা দল ভাগ হয়ে খুঁজতে শুরু করলো। দশ মিনিট, পনেরো মিনিট…
হঠাৎ... নেমীচাঁদ সোনার দোকানের পাশে অন্ধকার থেকে হুড়মুড়িয়ে এক ছায়া সায়নের সামনে বেরিয়ে এল।
"দাদা! দাদা! আমাকে নিয়ে যা! ওরা আসবে!"
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



