বহুদিন পর থিয়েটারে...
নমস্কার বন্ধুরা,
বহুদিন পর থিয়েটারে গিয়ে চলচিত্র দেখলাম। সম্প্রতি বাড়ি গিয়েছিলাম সেই সময়ে একটা সারা দিন নিজের জন্য ফাঁকা করে নিই। আমার একটিমাত্র পুরনো বন্ধু রয়েছে যার সাথে মাঝেমধ্যে কথাবার্তা হলেও পুরনো ঝাঁজটা এখনো বজায় থাকে। সিনেমা দেখা তার সাথে কিছু সময় আড্ডা দেওয়া দুই পরিকল্পনা নিয়ে ঠিক করলাম বক্স অফিসে সুপারহিট হওয়া ধুরন্ধর দেখতে যাব। সিনেমাটা প্রায় সাড়ে তিন ঘণ্টার। এতটা সময়ের ধরে চলবে সম্ভবত দুপুর বেলায় দেখব ঠিক হলো। শনিবার সকালবেলা উঠে বন্ধু টিকে ফোন করে সিনেমা দেখব বলে ডাক দিলাম। সেও আসবে সেটার জানিয়ে দিল।
সূর্যদেব সেদিন কুয়াশা এবং মেঘের মাঝে লুকোচুরি খেলা শুরু করেছে। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোলাম সেই সময়েও সূর্যদেবের দেখা নেই। দিন বাড়ার সাথে সাথে সূর্যদেব দেখা দিলেও ঠান্ডা বেশ জাকিয়ে পড়েছিল। যদিও গুগলে তাপমাত্রা একটা দেখাচ্ছিল আর থানায় তাপমাত্রা মাপার যন্ত্রে আরেকটা দেখতে পেলাম। সিনেমা শুরু হওয়ার বেশ কিছুটা আগে পৌঁছে গিয়েছিলাম কারণ টিকিট কাটতে হবে আমাকেই। টিকিট কেটে এদিক-ওদিক অল্প ঘুরছিলাম। বন্ধুটি আসতে বেশ সময় লাগলো। সিনেমা শুরু হওয়ার মিনিট পাঁচেক লাগে সে হলে প্রবেশ করল। এসেই এমন একটা হাসি দিলো, পেটে বলার জন্য যা কিছু জমিয়ে রেখেছিলাম সব দূরে সরিয়ে দুজন গুটি গুটি থিয়েটারে গিয়ে বসলাম। বহুদিন পরে আসা। হাতেগোনা কয়েকজন। প্রায় সপ্তাহ তিনেক হয়ে গেছে সিনেমাটা চলছে। স্বভাবতই ভিড় কম ছিল। সেটাই হয়তো আরো বেশি ভালো লাগলো। আধুনিক মাল্টিপ্লেক্স।
সিনেমা সঠিক সময় অর্থাৎ দুপুর বারোটায় শুরু হলো। শুরু থেকে টানটান উত্তেজনা ছিল। ভারতের কূটনৈতিক ইতিহাসে এক দুর্ধর্ষ প্ল্যানিং, যেটা বাস্তব জীবনে ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে। কান্দাহার হাইজ্যাক, ২০০১ সালের ভারতীয় পার্লামেন্ট আক্রমণ থেকে শিক্ষা নিয়ে তৈরী ভিন্ন মাপের গুপ্তচর তৈরি করেছে। চুটিয়ে এনজয় করলাম। সিনেমার প্রত্যেক অভিনেতার অভিনয় ছিল দুর্দান্ত। যেহেতু সিনেমার চরিত্রগুলো ২০০৮ সালের কুখ্যাত ২৬/১১ মুম্বাই টেরোরিস্ট হামলার মাথা দের নিয়ে বানানো তাই তাদের সম্পর্কে আমার একটু আগে থেকেই পড়াশোনা ছিল। অভিনেতারাও সেই সমস্ত চরিত্র গুলোর সঠিক রূপায়ণ করতে পেরেছে। দেখতে দেখতে দু'ঘণ্টা কিভাবে কেটে গেছিল বুঝতেই পারিনি। দুপুর দুটোয় মধ্যবিরতি হলো।
১০ মিনিটের বিরতির পরে আবার ফিরে এলাম। কিভাবে ধুরন্ধর হয়ে উঠলো ভারতের ইতিহাসের অন্যতম স্পাই প্রজেক্ট সেটার জলজ্যান্তু উদাহরণ দেখলাম। স্ক্রিনের জন্য কিছু বিশেষ অতি নাটকীয়তা অবশ্যই দেখানো হয়েছে। সেগুলো আসলেই ঝেড়ে ফেলা যায়। সত্য ঘটনা যে আরো বেশি টান টান সেটার এক প্রকারের নিশ্চিত।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







