মিশ্র অনুভূতি নিয়ে বছর শুরু

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

নমস্কার বন্ধুরা,

ইংরেজি নতুন বর্ষ এবার একটু ভিন্ন রকম অনুভূতি নিয়ে শুরু হলো। খুব বেশি উৎসবের নয়, আবার পুরোপুরি নিরাশও নয়, ঠিক মাঝামাঝি আটকে থাকা এক ধরনের মিশ্র অনুভূতি। নতুন বছরের প্রথম সকাল শুরু হয়েছে কিছুটা ভালোলাগা, কিছুটা শেখার অভিজ্ঞতা আর সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছেকে মাথায় করে। নতুন বছর মানে যে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো তা তো নয়, বরং নিজের ভূল ভ্রান্তি গুলো শিক্ষা নিয়ে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার নতুন সুযোগ। সকলে জেনে গেছেন গতকাল রাত থেকে আমার বাংলা ব্লগের যাত্রা থেমে গেছে। কথাগুলো লিখতে গিয়েও হাত থেমে যেতে চাইছে, ভেতরে হালকা চাপ অনুভব করছি। অনেকটা সময়, অনেক ভাবনা, অনেক না বলা কথা সেখানে জমে ছিল। দাদার স্নেহে পাওয়া একটা শিরদাঁড়া নিজের ভালোবাসা, ভাললাগা সবকিছুই আমার বাংলা ব্লগের সাথে জড়িত। সেটা বন্ধ হয়ে যাওয়ায় এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে সত্যি বলতে কি, অনেকদিন ধরেই বুঝতে পেরেছি সব কিছু থেমে যাবে, শুধু সময়ের অপেক্ষা। বহু কথা মাথায় ঘুরছে, বহু অনুভূতি জমে আছে। সবার মধ্যে এক অজানা দূরত্ব। শূন্যতা স্বাভাবিক ভাবে জায়গা করে নিয়েছিল।

1000135967.jpg

Credit: Pixabay

যদিও এই শূন্যতাকে আমি শেষ বলে দেখতে চাই না। বরং আমার মনে হয় এটা একটা স্বল্প বিরতি। এই থামাটা আমাকে নতুনভাবে ভাবতে শেখাবে, আমার ভবিষ্যতের চালনা শক্তি। আমার কাছে বিগত কয়েক মাস যেন ঝড়ের গতিতে কেটে গেছে। কিছু পরিকল্পনা ছিল তাদের মধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে, কিন্তু বেশি টাই বাকি। জীবনের কোন প্রত্যাশা পূরণ হয়েছে, আবার কোথাও হতাশা জমেছে। মানুষকে ফের নতুন করে চিনতে পেরেছি। টাকার জন্য কত নেমে যাওয়া সম্ভব, কতটা নোংরামি করা যায়, কিভাবে মিথ্যের ফুলঝুড়ির ইলিউশন দেখানো যায়, নতুন করে ফের জানতে পারলাম। যাক সেসব কথা। তবে বিগত সময় আমাকে ফের বুঝিয়েছে, আসলে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, নিজের আচরণ এবং প্রতিক্রিয়া ছাড়া।

নতুন বছরের প্রথম দিনটা তাই বড়ো কোনো প্রত্যাশা নিয়ে শুরু করিনি। কোনো নিউ ইয়ার রেজোলিউশন নেই। চওড়া প্রতিজ্ঞা মনে দানা বাঁধেনি। ধীরে চলবো, সৎ থাকবো, জ্ঞানত কারো ক্ষতি করবো না। সব কথা শুনবো, সবার দৃষ্টি ভঙ্গি বোঝার চেষ্টা করবো। নিজের ভুল গুলো মেনে নেবো। ফের চেষ্টা করবো। লেখালেখির জায়গাটা হয়তো বদলাবে, মাধ্যম বদলাবে, তবে নিজের ভাবনা আর অনুভূতি প্রকাশ করার ইচ্ছে একই থাকবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই...

সবমিলিয়ে নতুন বছরের শুরুটা নিখুঁত নয়, আবার পুরোপুরি অন্ধকারও নয়। অনেকটাই কঠিন চড়াই পথে নতুন রূপে যাত্রা শুরুর সময়। সামনে কি অপেক্ষা করছে জানি না, কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছেটা জিইয়ে রাখবো। নতুন বছরের আগাম দিনগুলির জন্য কামনা, জীবনের পথে এগিয়ে চলার জন্য আরো বেশি সাহস হোক, ভালো থাকবার ছোট ছোট কারণগুলো চোখে পড়ুক, আর যেখানেই থাকি মনটা যেন সৎ থাকে। নিজে ভালো থাকি, অন্যদের ভালো রাখি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png