২০২৫ এর প্রথম নিমন্ত্রণ

in আমার বাংলা ব্লগ16 days ago

নমস্কার বন্ধুরা,

২০২৩ এবং ২০২৪ সালটায় কিছুটা ভাঁটা পড়লেও ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই জোয়ার। উহু জলের কথা বলছি না, বলছি বিয়ের নিমন্ত্রণের কথা। ধীরে ধীরে আমার বন্ধু বান্ধবের শেষ ধারার বিয়ে গুলো শুরু হয়েছে। যারা এতদিন বিভিন্ন কারণে বিয়ে করতে পারেনি তারা মনে হচ্ছে এই শীতে বিয়েটা করে ফেলবে। ইতিমধ্যে সাত আটটা নেমন্তন্ন পেয়েছি, সেটারই আজ প্রথম পর্ব। যদিও যার আজ বিয়ে সে আমার বন্ধু নয়, কিছুটা ভাইয়ের মতো। আসলে সে বোনের বন্ধু তবে সবান্ধবে নিমন্ত্রণ করে গেছিল। সুযোগ যখন পেয়েছি তখন হাতছাড়া করা মোটেও ঠিক হবে না। বাড়ি থেকে বেরোতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। বেরোতেই টোটো পেয়ে যাওয়াতে বেশ সুবিধা হল। অনুষ্ঠান যেখানে সেটা মাত্র দশ মিনিটের রাস্তা। চাপতেই পৌঁছে গেলাম।

1000123344.jpg

যখন পৌঁছেছি তখন অনুষ্ঠান বাড়ির বাইরে অনেক মানুষজন ভিড় হয়ে গেছে। ভেতরে যখন ঢুকলাম তখন নবদম্পতি উপহার এবং সবার সাথে ছবি তুলতে ব্যস্ত। তার মাঝখান থেকে আমাদের উপহারটা দিয়ে এসে আমি স্টার্টার এর লাইনে দাঁড়াবো কিন্তু ভিড় দেখে আমি সোজা মেন কোর্সের দিকে যাওয়া শ্রেয় মনে করলাম। ওমা! দোতালায় গিয়ে দেখি প্রায় একই অবস্থা। প্রচুর মানুষজন খাবারের জন্য অপেক্ষা করছেন। এদিকে ঘড়িতে প্রায় দশটা বাজবে। উপায় নেই! চেয়ার পাবার জন্য লাইনে দাঁড়ালাম। অপেক্ষা অবশেষে শেষ হলো, অনেকে হুড়োহুড়ি করে চেয়ারে বসে পড়ল। যদিও আমিও সেই দলের মধ্যেই ছিলাম। হাঃ হাঃ।

1000123351.jpg

কিছুক্ষণের মধ্যেই খাবার প্লেট সামনে চলে এলো। ততক্ষণে একবার চোখ বুলিয়ে নিলাম মেনুতে। শুরুটা হল কড়াইশুঁটির কচুরি আর আচারি আলুর দম দিয়ে। কড়াইশুঁটির কচুরি যথারীতি ভালই কিন্তু আচারি আলুর দমটা কেন যেন জমলো না, সাধারণ আলুর দম হলেও মন্দ হতো না। দুখানা কচুরি খাওয়া শেষ করার পরই চলে এলো সাদা ভাত এবং সবজি দিয়ে মুগের ডাল সাথে ঝুরি ঝুরি আলু ভাজা। শুরুটা এর থেকে ভালো হতে পারে না। ডালের পর্ব শেষ করে চলে এলো ভেটকি পাতুরি। মাত্র দুখানা পাতুরিতে ক্ষান্ত থাকলাম। এরপর ছিল বাসন্তী পোলাও কিন্তু যেহেতু মশলা দেওয়া কোনো ভাত খুব একটা পছন্দ করি না তাই সেটিকে ব্যতিরেকে সাদা ভাতের জন্য অপেক্ষা করতে থাকলাম।

1000123349.jpg

1000123348.jpg

1000123347.jpg

প্লেট ফাঁকা অবস্থাতেই খাসির মাংস পড়ে গেল। আমি চেয়ে আরো তিন পিস নিয়ে রাখলাম। তারপর সাদা ভাত পাতে পড়তেই, নিমেষের মধ্যে ছ পিস মাংস উড়িয়ে দিলাম। দ্বিতীয়বারে মাংস যাচাই করতে এলে আরো নিলাম ৮ পিস। সেগুলোও নিমিষের মধ্যে উড়িয়ে দিলাম। পাশে ততক্ষণে মানুষজনের আরো ভিড় বাড়তে শুরু করেছে। মাংসের পর্ব শেষ করে নলেন গুড়ের দু পিস রসগোল্লা এবং গুড়ের দুখানা সন্দেশ পেটস্থ করলাম। প্লেটের যা অবস্থা হলো, সে ছবি নাই বা দিলাম।

1000123346.jpg

শেষপথে চাটনি এবং পাপড় টাকে বাদ দিয়ে আমি আইসক্রিম হাতে তুলে নিলাম। আমার প্রথম বিয়ের নিমন্ত্রণের পর্ব শেষ হলো।

1000123345.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png