অদৃশ্য ছায়ার শহর: পর্ব ১১

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

নমস্কার বন্ধুরা,

"...সবকিছু ঘটেছে তোমার মনে, বাস্তবে এর কোনো সত্যতা নেই।"

রোহন হতভম্ব, "... মানে?"

ডাঃ বর্মন বললেন, "তোমার বলা সমস্ত ঘটনাগুলো অগোছালো, অস্পষ্ট, এবং তোমার শরীরে কোনো মার ধর কিংবা কাটার দাগ নেই। হয়তো পুরো বিষয়টাই হ্যালুসিনেশন।"

রোহনের দাদার দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করলো বটে কিন্তু কিছুই বলতে পারেনি।

"...তুমি বলেছিলে তোমার তলপেট কাটা হয়েছে। কিন্তু সেখানে কোনো চিহ্নই নেই। সেলাইয়ের কোনো দাগ নেই। তাছাড়া ওই জায়গায় সেলাই হলে তুমি মোটেই দৌড়াতে পারতে না। আমাদের ব্রেইন বাস্তবের মতো অনুভূতি তৈরী করে, শরীরও বিশ্বাস করে নেয়। তুমি কি বিগত সময় কোনো মানসিক চাপের মধ্যে ছিলে?"

"স্বাভাবিক যেমন চাপ থাকে আরকি। তাহলে… আমি কি পাগল? আমার সাথে যা ঘটেছে তার কিছুই সত্যি নয়?"

"না রোহন। তুমি মোটেই পাগল নও। আমার জ্ঞানত তোমার যা হয়েছে সেটাকে বলা হয় স্ক্রিজোফ্রেনিয়া। আমি ভুলও হতে পারি। আমাদের কিছু টেস্ট করা দরকার আছে। তোমাকে কদিন সাবধানে থাকতে হবে। তোমার যেহেতু প্রথম বার ঘটেছে, খুব সত্তর আরেকবার অ্যাটাক হতে পারে। তবে তুমি ভয় পেও না, আমরা সবাই পাশে আছি।... সমাদৃতা, ওয়েল ডান।" ডাঃ বর্মন শেষ করলেন।

1000101288.jpg

Credit: Pixabay

রোহনের মুখে অবিশ্বাস মিশে থাকা আতঙ্ক। "আমি… যা কিছু দেখেছি, সবই…"। ডাঃ বর্মন মাথা নাড়িয়ে, হ্যাঁ, সবই তোমার মনের ভেতরে ঘটেছে।

রোহনের সায়নের দিকে তাকিয়ে কোনক্রমে বলল, "দাদা, জানিস… সেই ঘরটা এখন চোখে ভাসছে…"

আসলে তোমার বলা ঘটনাক্রম ক্রমে জট পাকিয়ে গেছিল। তোমার সাথে কথা বলার আগে সায়নের সাথে কথা বলে ওর থেকে তোমার জানানো পুরো ঘটনাটা শুনে নিয়েছি। তাছাড়া সমাদৃতা আগেই বিষয়টা ডায়গানোসিস করে আমাকে জানায়। আমি সেভাবেই তোমার সাথে কথা বলেছি। তবে তুমি ভয় পেও না। তোমার উপর থেকে মানসিক ট্রমা গেছে। আমার মনে হচ্ছে তোমার অনেকদিন ভালো ঘুমের অভাব, আর কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছো। সবকিছু একসঙ্গে মিলে বাস্তবতা ও ভাবনা গুলো একাকার হয়ে গেছে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png