মেঘ ভাঙ্গা বৃষ্টি ⛈️
নমস্কার বন্ধুরা,
আকাশ ভাঙ্গা বৃষ্টি। গতকাল যখন কলকাতা ঢুকছিলাম সেই সময়ে বৃষ্টি পেয়েছে। ধীরে ধীরে টুপটাপ করতে করতে যখন ঘরে ঢুকেছি তখন বৃষ্টির বেগ কিছুটা বেড়েছে। রাত্রি দুটোর সময় একবার ঘুম ভেঙে ছিল সেই সময়ও বৃষ্টির আওয়াজ কানে বেজেছে। এ বছরে প্রতিনিয়তই বৃষ্টি হয়ে চলেছে তাই এটা যেন খুব একটা আলাদা মনে হয়নি। সকালে ঘুমটা ভাঙ্গে দিদির ফোনে কলকাতা নাকি জলমগ্ন হয়ে রীতিমত স্তব্ধ হয়ে গিয়েছে। চোখ খুলে দেখি চার পাঁচটা কাক ভেজা হয়ে আছে। সাথে সাথে নিউজ খুলে দেখি কলকাতায় বৃষ্টির কারণে বিশাল পরিমাণে জল জমেছে সেই জন্য গাড়ি-ঘোড়া এমনকি মেট্রো পর্যন্ত থেমে আছে। ধীরে সুস্থে উঠে চা খেয়ে শান্তভাবে বসে আছি। এবারের পূজো নিয়ে একটু চিন্তাতেই আছি। কেমন কাটবে মা দুর্গা জানেন।
বাড়ি থেকে বেরোনোর খুব একটা ইচ্ছে ছিল না। তার ওপরে যে সমস্ত নিউজ দেখছিলাম তাতে কোন মতোই বাইরে যাওয়াটা খুব একটা কাজের বলে মনে হচ্ছিল না। তাছাড়া সরকারি ঘোষণাও এসেছে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর। কিন্তু ক'দিন কলকাতায় ছিলাম না এদিকে সামনে পূজা আসছে হাতে কিছু টাকা পয়সা ও দরকার। অনেকগুলো ক্লায়েন্টের কাছে বিগত কয়েক মাসের টাকা আটকে। কলকাতায় যখন ফিরছিলাম তাদের মধ্যে তিনজনের সাথে কথা বলি এবং পরের দিন গিয়ে চেক নিয়ে আসব বলেও জানিয়ে রাখি। স্বাভাবিকভাবে সেদিকে না গেলেই নয়। কিছুটা বেলা হয়ে বেরোলাম। আশা ছিল যদি একটু স্বাভাবিক হয়।
উল্টোডাঙ্গা স্টেশন পৌঁছে তো চক্ষু ছানা বড়া। জলে চারপাশটা থৈ থৈ করছে সেই সাথে প্রচুর মানুষের দু চাকা এবং চারচাকা গাড়ি গুলো রাস্তায় খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। জলের মধ্যে থেকে পার করতে গিয়ে সাইলেন্সার কিংবা ইঞ্জিনে জল ঢুকে গিয়েই এই পরিস্থিতি। পরিস্থিতি দেখে তো আমি হতবাক। বিধান নগর স্টেশনের কাছে জলের উপরে ভেসে গিয়ে মেট্রো স্টেশনে পৌছালাম। মেট্রো করে প্রথম গন্তব্য গিয়ে দুটো চেক তুলে নিলাম। তারপরই খেলা শুরু। ফেরি মেট্রো করে আমি যাওয়া শুরু করলাম কিন্তু এবারে মাত্র তিনটে স্টেশন পরে ময়দানে নেমে যেতে হল। সেখান থেকে প্রায় এক কিলোমিটার হাটা পথে পা ডুবিয়ে পৌছালাম। কষ্টের যেন শেষ নেই। একটু শুকনো জায়গায় পৌঁছে বাস পেতেই তাতে উঠে পড়ি আর আমার শেষ চেকের জায়গায় পৌঁছায়।
যখন পৌঁছেছি তখন দুপুর অনেকটাই বেরিয়ে গেছে। ভাবলাম কিছুটা কাজ করেই যাই। যদি মেট্রো চালু হয়ে যায় সন্ধ্যের মধ্যে তাহলে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা হবে না। হলোও তাই। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, মেট্রো চালু হল। কলকাতায় এমন পরিস্থিতি আগে দুবার পড়েছি তবে তখন বৃষ্টিপাত জন্যই হয়েছিল। আজকে যেন সবকিছু ছাপিয়ে গিয়েছে। নিউজ চ্যানেল গুলো তাই বলল প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত। ভাবা যায়।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
