শীতের রাতে পিজ্জা আর জুটোপিয়া ২
নমস্কার বন্ধুরা,
কলকাতায় ইদানিং কদিন শীতটা হঠাৎ করেই নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দিচ্ছে। তাপমাত্রা দ্রুত কমে গিয়েছে, তার সাথে কমে গেছে বাতাসের আর্দ্রতা। এই শুষ্ক ঠান্ডায় শীত শুধু গায়ে লাগছে না, যেন সোজা হাড়ের ভেতরে ঢুকে পড়ছে। হাত-পা কনকন করছে, আর সন্ধ্যে নামলেই একটা অদ্ভুত নিস্তব্ধতা কলকাতায় ঘিরে ধরছে। এমন রাতগুলোতে বাইরে বেরোনোর ইচ্ছে একেবারেই হয় না। মাঝে রবিবার ঘর থেকে কোথাও বেরোয়নি। সারাদিন টুকটা কাজ করলেও, সন্ধ্যে নামতে নামতে মনে একটা সিনেমা দেখার ইচ্ছে জাগলো। কি দেখবো ভাবছিলাম, সেইসময় মনে পড়লো কয়েকদিন আগে ডিজনির Zootopia 2 রিলিজ হয়েছে, সেটা চালিয়ে বসলাম। ঘরের মধ্যে লেপের তলায় উষ্ণতা আরেকদিকে সিনেমা।
সন্ধ্যা যত এগোতে থাকলো ততই বাড়ির কাছে জানলায় বাইরের জোলো হাওয়ার ঝাপটা লাগতে থাকল। জানালার বাইরে ঠান্ডা হাওয়া যখন আমার ভেতরে কাঁপ ধরিয়ে দিচ্ছিল, তখন হঠাৎ করে কিছু গরম খাবার খাওয়ার ইচ্ছা জাগলো। আসলে সিনেমা দেখতে দেখতে গরম কিছু খাওয়ার মধ্যে যে আরাম, সেই অনুভূতিই ভিন্ন। সিনেমার সাথে মানানসই কিছু দরকার, তাই বেশি না ভেবে ডমিনোজের পিৎজা অর্ডার করে দিলাম। অন্য পাশে সিনেমা চলছিলই অর্ডার ঘরে পৌঁছতে প্রায় আট ঘণ্টা সময় লাগবে। অর্ডার দেওয়ার পরের ওই অপেক্ষাটুকু বরাবরের মতোই মিশ্র অনুভূতির, একদিকে সিনেমার কাহিনি এগোচ্ছে, অন্যদিকে ফোনের ডেলিভারি অ্যাপের দিকে বারবার চোখ চলে যাচ্ছে।
মিনিট ত্রিশ পর দরজার কাঙ্খিত ফোন চলে এলো। ঝট করে লেপের তলা থেকে বেরিয়ে পিজ্জা গুলো ঘরে নিয়ে আনলাম। আহা! বাইরে ঠান্ডা, আর হাতের উপরে গরম পিৎজার বাক্স। এই বৈপরীত্যটা পুরো সন্ধ্যের সারমর্ম। বাক্স খুলতেই গরম চিজের গন্ধে ঘরটা ভরে গেল। প্রথম কামড়েই শরীরের ভেতরে যেন একটু উষ্ণতা ছড়িয়ে পড়লো। Zootopia 2 দেখতে দেখতে পিজ্জা, দুইয়ের মিশেলে সন্ধ্যেটা অদ্ভুতভাবে সুন্দর হয়ে উঠলো। খাওয়া-দাওয়ার সাথে সাথে সিনেমার প্লট যেন ধীরে ধীরে বেশ গম্ভীর হয়ে উঠছিল। দু ধরনের পিৎজা অর্ডার করেছিলাম একটা ছিল ক্লাসিক পিজ্জা, আরেকটা ননভেজ লোডেড পিৎজা। শুরুটা ক্লাসিক হিজড়া দিয়ে করলাম, তারপর নিমেষে ননভেজ লোডেড সাবরে দিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS









