আবার ফিরে আসা...

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

বাড়িতে কটা দিন কিভাবে কেটে গেল টেরই পেলাম না। যদিও জেলায় সময় খুব ধীর গতিতে কাটে, আর হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে তিনদিন হলো। সারাদিন ধরে মেঘলা আকাশ এবং কুয়াশা ছন্ন চারপাশ সব মিলিয়ে তিনটে দিন শুধুমাত্র লেপের তলা ছেড়ে বেরোতেই ইচ্ছে করছিল না। কিন্তু ধীর সময়ও থেমে থাকে না। আবার ফেরার পালা। কাজে ফিরতে হবে, কলকাতার উদ্দেশ্যে রওনা হতে হবে সব আগাম ঠিক করা তবুও যেন মন মানতে চায় না। উত্তরবঙ্গের শীত এ কদিনে বেশ জমে উঠেছে। সারাদিন কুয়াশার সাথে ঠান্ডা হাওয়া এমনভাবে বইছে যে হাত-পা কনকন করে উঠছে। তবু রাতের ট্রেন ধরতেই হবে।

1000131127.jpg

স্টেশনের দিকে যেতে যেতে চারপাশটা ভালো করে দেখছিলাম, স্টেশন দিন দিন উন্নত হচ্ছে। কুয়াশার চাদরে ঢাকা স্টেশন, পরিচিত জায়গাগুলো প্রতিবার এসে কিছুটা বদলে যাচ্ছে। অল্প কিছুটা পথ হেঁটে প্ল্যাটফর্মে পৌঁছলাম তখন যেন হাত জমে বরফ হয়ে গেছে, তড়িঘড়ি ঠান্ডায় হাত দুটো জ্যাকেটের পকেটে গুঁজে নিলাম। ট্রেন দাঁড়িয়ে আছে, হাতে গোনা কজন যাত্রী ট্রেনে চড়ার জন্য প্ল্যাটফর্মে এগোচ্ছে। যথাসময়ে ট্রেন ছাড়লো। জানালার ধারে বসে বাইরে তাকিয়ে রইলাম। তবে জানলার কাঁচ খোলার মতো অবস্থা নেই। ট্রেন ধীরে ধীরে জেলা ছাড়িয়ে এগোতে থাকলো। স্টেশন, মাঠ, ছোট ছোট ঘরে সাদা আলো সবই অন্ধকার আর ঠান্ডার মধ্যে মিলিয়ে যাচ্ছে। প্রতিটা আলো, প্রতিটা দৃশ্য যেন কিছু না কিছু বলে বিদায় নিচ্ছে। ট্রেন যত এগোচ্ছে, ততই কয়েক মিটার করে দায়িত্ব, কাজ আর ব্যস্ততার দিকে ফিরে যাচ্ছি।

1000131126.jpg

1000131125.jpg

ট্রেন স্টেশনে থাকাকালীন মানুষের কোলাহলে মেতে ছিল রাত বাড়ার সঙ্গে সঙ্গে কামরার ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ ফোনে ডুবে আছে, কেউ আবার ঠান্ডায় জুবুথুবু। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। ঠান্ডা হাওয়া কাঁচের ওপারে, আর ভেতরে আমি। কলকাতা মানে এক গতানুগতিক জীবন, তাড়াহুড়ো, ভিড়, সময়ের অভাব। প্রতিবার ফেরার পথটা একটু ভারী লাগে। বাড়িতে কদিন কাটিয়ে ফিরে যেতে হয় সেটা জেনেও, মন মানতে চায় না। তবুও জানি, আবার ফিরবো। আবার কোনো একদিন হঠাৎ করেই ট্রেনে উঠবো, উত্তরবঙ্গের ঠান্ডা, কুয়াশা আর বাড়ির টান নিয়ে...

1000131124.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png