অদৃশ্য ছায়ার শহর: পর্ব ৯
নমস্কার বন্ধুরা,
"...ওরা... ওরা আমার তলপেট থেকে কিছু কেটে নিয়েছে… আমি বুঝতে পারছি।"
সমাদৃতা গিয়ে পরীক্ষা করল, কোন কাটাছেঁড়ার দাগ নেই। কিন্তু রোহন বারবার বলছে, "ওরা সেলাই করে দিয়েছে… রাতে বেডে শুয়ে শুয়ে শুনেছি…"
দুপুরে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু চাপা ভাবটা কিছুতেই কাটেনি। দুপুরে খাওয়া শেষ হলে রোহন ঘুমোতে গেলো, সেই সুযোগে সমাদৃতা সায়নের সাথে আলোচনা করে সমাদৃতার এক সাইকিয়াট্রিস্ট স্যারকে বাড়িতে ডাকলেন। ডাঃ বর্মন সাধারণত কারো বাড়িতে গিয়ে রোগী দেখেন না। ছাত্রীর ডাকে এবং রোহনের পরিস্থিতি শুনে চলে এসেছেন। উনি যখন এসেছেন তখনও রোহন ঘুমিয়েই ছিল। ডাক্তার বাবু ঘুমিয়ে থাকা রোহনের পাশে বসে আলতো করে হাত ধরে পালস দেখে নিলেন। সবই স্বাভাবিক আছে।
রোহনের ঘর থেকে বেরিয়ে এসে ডাঃ বর্মন সায়ন ও সমাদৃতার কাছ থেকে ঘটনার বৃত্তান্ত পুরোটা শুনলেন। তারপর সায়ন রোহনের মায়ের সাথে কিছু কথা বলেও নিলেন।
সন্ধ্যার কিছু আগে রোহন ঘুম থেকে উঠলো। বাড়িতে অপরিচিত লোক দেখে কিছুটা আশ্চর্য হলো তবে কোনো কথা না বলেই টয়লেটে চলে গেলো।
টয়লেট থেকে রোহন সোজা নিজের ঘরে চলে গেলো। ঘরে ঢুকেই দেখতে পেলো, সেই অপরিচিত লোকটি বিছানার পাশে একটা চেয়ারে বসে আছে। ও ঢুকতেই চেয়ার থেকে উঠে নিজের পরিচয় দিলেন, আমি ডাঃ বর্মন। সমাদৃতার স্যার। রোহন বিছানায় বসলো তবে মুখে কোনো কথা নেই।
মিনিট খানেক দুজনেই চুপচাপ আছে। সায়ন ঘরে ঢুকে এলো, "...ভাই উনি সমাদৃতার সাইকির স্যার, তোর কথা শুনে উনি তোকে দেখতে এসেছে। ওনাকে গত কালকের সব ঘটনা খুলে বল।"
সেই মুহুর্তে ঘরে সমাদৃতা ঘরে ঢুকে এলো। ডাঃ বর্মন প্রশ্ন করলো, রোহন সম্পূর্ণ ঘটনাটা বলো, সময়, তারিখ, জায়গা। শুরুতে কিছুটা থতমত খেলেও রোহন বলা শুরু করলো,
"গতকাল দুপুর ১২ টা নাগাদ রবীন্দ্র সরোবরের রাস্তা দিয়ে চারু মার্কেটের রাস্তায় হাঁটছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল... সেই সময় একজন লোক আচমকা এসে আমার নাকে একটা রুমাল চেপে ধরলো... তারপর আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরল তখন দেখি একটা ঘরের বেডে শুয়ে আছি, ওই ঘরে আরো পাঁচটা বেড ছিল, যার প্রতি বেডে একজন করে শুয়ে আছে। ঘরে তিন জন নার্সের পোশাক পড়া মেয়েও দাঁড়িয়ে ছিল... সবাই মাস্ক পড়ে মুখ ঢেকে রেখেছিল... যারা শুয়েছিল সবার পেটে ব্যান্ডেজ বাঁধা..."
রোহন কথা থামিয়ে অল্প জল খেলো। ফের শুরু করলো, "...ওই ঘরে দুজন মেয়ে নার্সের পোশাকে ছিল, একজন ছেলেও ডাক্তারও ছিল। মুখে মাস্ক থাকার কারণে কারো মুখ দেখা যায়নি। ওরা একটু আড়াল হলে আমি ঘর থেকে দৌড়ে পালিয়ে...
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



