হঠাৎ করেই বাড়ির পথে...
নমস্কার বন্ধুরা,
হঠাৎ করেই বাড়ি আসা। কোনো পরিকল্পনা ছিল না, শুধু একটা আকস্মিক সিদ্ধান্ত, সেটা নিজের থেকেই হয়ে গেল। দুটো বিয়ের নেমতন্ন আছে, কিন্তু যাবো কিনা তা নিয়ে মন দোদুল্যমান ছিলো। এমন সময় দুপুরবেলায় হঠাৎ চোখে পড়লো, আমার জেলার ট্রেনে কারেন্ট সিট খালি আছে। আর ভাবিনি। মুহূর্তের মধ্যে টিকিট কেটে ফেললাম। সিদ্ধান্তটা নেওয়ার পরই বুঝলাম, আজ রাতে রওনা দিতেই হবে। শুরু হলো হুটোপুটি। কাজে ছিলাম, চট জলদি সব কাজ সেরে ঘরে ফিরলাম। ব্যাগ গোছানো, শীতের দরকারি জিনিস গুলো নেওয়া। মনে অদ্ভুত এক উত্তেজনা, যদিও মাস দুয়েক পরে বাড়ি যাচ্ছি।
রাতের ট্রেন। ব্যাগে গুছিয়ে ঝট করে স্টেশনের দিকে এগোলাম। সময়ের আধা ঘন্টা আগে পৌঁছালাম, মনের ভেতরে আনন্দের উচ্ছ্বাস। যথাসময়ে ট্রেন ছাড়লো, এবং ট্রেন চলতেই কলকাতা শহরকে ধীরে ধীরে পিছনে ছাড়তে লাগলো। শীতের দিন, বুঝে শুনে এসি টিকিট কেটেছিলাম। ট্রেনে চলার কিছু পরে নিজের সিটে সটান দিলাম। রাত বাড়তেই টিটি এসে টিকিট চেক করে গেলেন। কামরায় বেশিরভাগ ঘুমিয়ে, কিছু তখনও গল্পে মগ্ন। অথচ এদিকে আমার ঘুম কিছুতেই আসছে না। এসি কামরায় কাঁচের সাঁটানো জানলা তাছাড়া আমার সিট টঙ্গে স্বভাবত বাইরে দেখার উপায় নেই। নেমে কামরার দরজার কাছে গেলাম, ঠান্ডা হাওয়া মুখে লাগছে। কিছুক্ষন দাড়িয়ে আছি, ঠান্ডাতেই ঘুম চলে এলো। শুয়ে পড়লাম।
কোনো রকম পরিকল্পনা ছাড়া, হঠাৎ করে এই বাড়ি ফেরার মধ্যে দারুন রোমাঞ্চ আছে। আর সত্যি বলতে সবসময় পরিকল্পনার দরকার হয় না। কখন কখন হুট করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। নিজের বাড়ি ফেরা শুধু তো আর গন্তব্যে নয়, নিজের মাটিতে ফিরে যাওয়ার পথ।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS






