এক্সপো মেলায় একদিন: প্রথম পর্ব
নমস্কার বন্ধুরা,
এবার বাড়িতে গিয়ে যেন দম ফেলার সুযোগ পাইনি। প্রায় প্রতিদিনই দৌড়ের উপর থাকতে হয়েছে। প্রথম দুদিন কেটেছে দুই ভিন্ন ভিন্ন বিয়েতে, খাওয়া, গল্প, সব মিলিয়ে ব্যস্ত সময়। তারপরের দিনটা আর বাইরে বেরোইনি। টানা বাড়িতে ছিলাম। কারণ দুদিন ধরে ঘুরে বেড়ানোর ফলস্বরূপ অনেক কাজকর্মই পেন্ডিং হয়ে গিয়েছিল। সেগুলো না মেটালে চাপ বেড়ে যাবে, এই ভাবনা থেকেই পুরো দিনটা কাজে ডুবে ছিলাম। শুক্রবার কাজগুলো মোটামুটি গুছিয়ে শনিবার হঠাৎ করে ঠিক হয়ে গেল সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান। ধুরন্ধর দেখার সময়টা এমনভাবে বেছে নিয়েছিলাম , যাতে সিনেমা শেষ হওয়ার পর এক্সপো মেলায় ঢুঁ মারা যায়। কারণ প্রতিবছরের মতো এবারও আমার জেলার সদর শহরে শীতকালজুড়ে, প্রায় একমাস ব্যাপী এক্সপো মেলা বসেছে। কাছে এসেও যাবোনা সেটা তো হয়না।
এই মেলাটা আমার কাছে বরাবর আকর্ষণের। ক্লাস ইলেভেন থেকে আসছি। খাবারের দোকান থেকে শুরু করে প্রসাধনী, খেলনা, ঘর সাজানোর জিনিস, সব মিলিয়ে এক ধরনের উৎসবের আমেজ। সিনেমা শেষ হওয়ার পর হাতে যখন বেশ কিছুটা সময় ছিল, তখন আর ভাবলাম না বেশি। সোজা চলে গেলাম মেলার দিকে। মেলার জায়গাটার কিছুটা পরিবর্তন হয়েছে। আগের তুলনায় প্রবেশপথটা একটু আলাদা লাগছিল, যদিও ভেতরে ঢুকতেই পরিচিত সেই পরিবেশ। দশ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকেই মনে হলো, সবকিছু আগের মতোই আছে, অথচ কোথাও যেন একটা চাপা পরিবর্তনের ছাপ রয়ে গেছে।
মেলার ভেতরটা যথারীতি আগের মতোই সাজানো। লম্বা লম্বা দুই সারিতে স্টল, রঙিন আলো, দূর থেকে ভেসে আসা রাইডের শব্দ আর হাতে গোনা মানুষের কথা। যেহেতু সন্ধ্যে হওয়ার আগেই পৌঁছে গেছিলাম তাই তখন খুব বেশি ভিড় ছিল না, তবে ধীরে ধীরে লোকজন বাড়ছিল। শীতের সন্ধ্যা নামার আগ মুহূর্তটা মেলার ঘুরে ফেলার জন্য সবথেকে ভালো সময়, না খুব ভিড়, না খুব ফাঁকা। সব আগের মতই বসেছে এবং আগে যেমন দেখতাম প্রসাধনীর দোকানেই সবচাইতে ভিড়, এবারেও তেমনিই অভিজ্ঞতা হলো।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








