সবুজে মোড়া সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার বন্ধুরা,

দেশের বাড়িতে যখন যাই, তখনই মনটা অন্যরকম ভালো হয়ে যায়। দুবেলা মায়ের হাতের রান্না আর নিজের বিছানায় নিশ্চিন্তে ঘুম, এই দুটোর মধ্যে যে কী অদ্ভুত শান্তি লুকিয়ে আছে, সেটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। পুজোর সময়ে যখন পৌঁছাই, প্রথমে গরমে কিছুটা হাঁসফাঁস লাগছিল বটে, কিন্তু নবমীর দিন থেকে বৃষ্টি নামতেই উত্তরবঙ্গের আবহাওয়া যেন নিজের আসল রূপে ফিরে এলো। শীত আসন্ন হলে উত্তরবঙ্গ খুব তাড়াতাড়ি নিজের খোলস ছেড়ে শীতে মেতে ওঠে। তারপর সবুজ ক্ষেত ধীরে ধীরে সোনালী আভায় বদলে যায়। যখন ধান পাকে, তখন যেন সব গ্রামই স্বর্ণে মোড়া এক চিত্রপটে পরিণত হয়। এবারে বাড়ি গিয়ে বৃষ্টির জন্য কদিন ঘরেই আটকা পড়েছিলাম। দশমী, একাদশী ও দ্বাদশীতে বৃষ্টির জেরে আশপাশের অনেক দুর্গা মেলাই ঠিক মতো জমে ওঠেনি। অবশেষে ত্রয়োদশীর দিন আকাশ কিছুটা পরিষ্কার হলে বিকেল বেলায় বেরিয়ে পড়লাম।

1000094969.jpg

মাঠে তখনো জল জমে আছে, তাই মাঠে নামার সাহস হলো না। তবে রাস্তা ধরে সবুজের মাঝ দিয়ে হাঁটতে বেশ আনন্দ লাগছিল। বিকেল নামছিল ধীরে ধীরে, সঙ্গে ছিল স্নিগ্ধ, শীতল এক হাওয়া। চোখে-মুখে সেই বাতাস মনটা হালকা করে দিচ্ছিল। স্বর্গীয় অনুভূতি। প্রকৃতি যখন সবুজে ঢেকে যায়, তখন তার সৌন্দর্যের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা চলে না। বেলা পড়ে এলো, আমি হেঁটে চলেছি আশপাশের জমিজমা দেখতে দেখতে। বর্ষার পর ধান বড় হয়ে গেলে দূর থেকেই জমির সীমানা ঠিক বোঝা যায় না, তবু অভ্যেসবশত বুঝে যাই কোথা থেকে আমাদের জমি শুরু হয়েছে।

1000094968.jpg

1000094967.jpg

ধীরে ধীরে সন্ধ্যা নামল। পশ্চিম আকাশে সূর্যদেব অস্ত যাওয়ার আগে যেন এক অপূর্ব রঙের খেলায় মেতে উঠলেন। সেই দৃশ্যের মুগ্ধতায় আমি স্তব্ধ হয়ে রইলাম। অচিরেই সূর্যের শেষ রেখাটি মিলিয়ে গেল, আর উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে নেমে এলো সন্ধ্যার আবহ। পাখির কলকাকলির কানে নিয়ে আমি ফিরলাম বাড়ির পথে। মনে একরাশ শান্তি।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

@kingporos, আপনার দেশের বাড়ির স্মৃতিচারণ এবং উত্তরবঙ্গের প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণনা পড়ে মনটা ভরে গেল! মায়ের হাতের রান্না আর গ্রামের শান্ত জীবন – এর চেয়ে শান্তির আর কী হতে পারে? ছবিগুলোতে ধানক্ষেতের সোনালী আভা এবং সন্ধ্যায় আকাশের রঙের খেলা অসাধারণভাবে ফুটে উঠেছে। বৃষ্টির কারণে দুর্গা পূজার মেলা জমেনি শুনে খারাপ লাগলো, কিন্তু আপনার ত্রয়োদশীর বিকেলে প্রকৃতির রূপ দেখার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার পোস্টটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি বিশেষ স্থান করে নিয়েছে, এবং আমি নিশ্চিত অনেকেই আপনার এই লেখার সাথে নিজেদেরConnect করতে পারবে। আপনার দেখা প্রকৃতির এই সৌন্দর্য অন্যদেরও উৎসাহিত করবে নিজেদের চারপাশের প্রকৃতির প্রতি আরও বেশি মনোযোগী হতে। সুন্দর পোস্টটির জন্য অনেক ধন্যবাদ!

 2 months ago 

আসলে সবুজ প্রকৃতি দেখার মজাই আলাদা। বিকেলে ক্ষেতের দিকে ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে দাদা। বিকেলে ঘুরাঘুরি করে বেশ ভালো সময় কাটিয়েছেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।