DLS মেথডে বিধ্বংসী ব্যাটিং বৈভবের!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল একটা বিধ্বংসী ব্যাটিং হয়েছে। এখন বর্তমানে ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ এবং সাউথ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ এর মধ্যে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত যুবকদের এই ম্যাচগুলো আগে কখনো তেমন দেখাতো না বা সেভাবে হতো না। বর্তমানে এই দুই বছর দেখছি একটু বেশিই গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। যদিও এই খেলায় তাদের লিড আলাদা ভাবেই করছে। আগে সাধারণত যেটা হতো- যুবকদের খেলা ঘরের মাঠেই নিজেদের মধ্যে অর্থাৎ রাজ্য ভিত্তিক যেসব গ্রুপের খেলা হতো।
বর্তমানে এটা ধীরে ধীরে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে এসেছে। কিছুদিন আগে দুবাই এর মাঠে এশিয়া কাপ খেলা হলো এদের নিয়ে। আর এখন বর্তমানে ইন্টারন্যাশনাল পর্যায়ে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যাইহোক, গতকাল সাউথ আফ্রিকার একটি মাঠে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে এবং সাউথ আফ্রিকা টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে মাঠের কিছু সমস্যা হয়তো ছিল বা পরে হয়েছিলো। সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতে এসে তেমন একটা সুবিধা মত ব্যাটিং শুরু করতে পারেনি। সাধারণত বোলিং খুবই হার্ড লেন্থে হয়েছিলো।
কিষান নামের এক বোলার পুরো প্রথম ওভার থেকেই যেনো দমিয়ে রেখেছিলো। প্রথম থেকে টানা ৪ টা উইকেট একাই নিয়ে নিয়েছিলো। আর এই ৪ জনের কেউই রান করতে পারেনি। সর্বমোট বলা যায় তার ১০ ওভারে রান কেউই সেভাবে করতে পারেনি। জেসন নামের একজন ব্যাটসম্যান কেবল একা সেঞ্চুরি করেছিলো, যেটা রানের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করেছিলো। এছাড়া বাকি আরো দুইজন বোলার এক কোথায় অনবদ্য বোলিং করেছে। ১০ ওভারে কেউ মাত্র ২৫ রান আবার কেউ ৩০ রান। রান অনেকটা চেপে দিয়েছিলো। তাও ২৪৫ রানের মতো টার্গেট দিয়েছিলো।
ইন্ডিয়া এই রান করতে গিয়ে তেমন সমস্যা হয়নি, কিন্তু কোনো একটা কারণে dls পদ্ধতিতে খেলাটা হয়। এতে ইন্ডিয়ার কোনো সমস্যা না হলেও কিন্তু সাউথ আফ্রিকার অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে, কারণ এই পদ্ধতিতে খেলা মানেই ওভার/রান সব কেটে অর্ধেক করে দেওয়া। এছাড়া এতে সবথেকে বাজে ইফেক্ট পড়ে হলো রানের ক্ষেত্রে। কিন্তু এই রান যেনো একাই বৈভব খেলে দিয়েছিলো। ছেলেটা অল্প বয়সে যেভাবে খেলছে, তাতে খুব দ্রুতই ইন্ডিয়ার জাতীয় টিমে, বিশেষ করে টি২০ ফরম্যাটে চান্স পেয়ে যাবে। এই ম্যাচে মাত্র ২৪ বল খেলে ৬৪ রান করে দিয়েছিলো। যার মধ্যে ১০ টা শুধু ৬, আর একটা ৪ এর বাউন্ডারি। সিঙ্গেল নেই, যা করেছে সব বাউন্ডারি মেরে। বিধ্বংসী ব্যাটিং যাকে বলে। একের পর এক ম্যাচে করেই চলেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





