রোমাঞ্চে ভরা ম্যাচ এবং সিরিজ জয়!
| হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো আর এটা এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ছিল। আগের দুটি ম্যাচ মারাত্মক খেলা হয়েছিলো, একদম রোমাঞ্চ-এ ভরপুর। যদিও প্রথমটা দ্বিতীয় ম্যাচের থেকে সুন্দর হয়েছিলো। যাইহোক, তাও খেলাটা সমতায় হওয়ার কারণে লাস্ট ম্যাচটা খুবই সুন্দর হয়েছিলো। এই ম্যাচটা বিশাখাপত্তানম এর পিচে খেলা হয়েছে। এই পিচ ব্যাটিং এবং বোলিং উভয় পিচ এর জন্য একদম পারফেক্ট ছিল। এই ধরণের পিচে যেকোনো ফরম্যাটে দারুণ রান তোলা যায়।
কারণ এর আগে একটা টেস্ট ফরম্যাটে ইন্ডিয়া 600+ স্কোর করেছিলো, যদিও বিপক্ষ টিম সেটার মোকাবেলা প্রায় সমান সমান করে ফেলেছিল। যাইহোক মূল খেলায় ফিরে আসি, গতকাল ইন্ডিয়া টস জিতেছিল । বিগত বেশ কয়েকটা ম্যাচে ইন্ডিয়া টস জিততে না পারলেও খেলেছে মোটামুটি। কিন্তু ইন্ডিয়া যেদিন টস জিতে চেজ হিসেবে খেলে, সেদিন চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে, ইন্ডিয়া জিতে যাবে। কারণ ইন্ডিয়ার চেজে জেতার সম্ভাবনা থাকে ৯৯% । গতকাল টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতে নেমে বেশ ভালোই ব্যাটিং শুরু করেছিলো। আর এই ম্যাচে মার্করম এর জায়গায় ওপেন করেছে রিকেলটন।
তবে খেলতে পারেনি সেভাবে। পরিবর্তে ডি কক দারুণ ব্যাটিং করেছে। সাথে বাভুমা ছিল আর দুইজনের ভালো একটা স্মার্ট পার্টনারশিপ ছিল এখানে। পরে যদিও কক সেঞ্চুরি করে আউট হয়ে গেছিল, কিন্তু বাভুমার একটা নিদারুণ ভুল শর্ট ছিল। কারণ যেখানে রান চলে আসছে, সেখানে এই স্পিন খেলার কোনো প্রয়োজন ছিল না, জাডেজার বলে ক্যাচ তুলে ফেলে ৪৮ রানের মাথায়। পরে আর তেমন কেউ ভালো ব্যাটিং করতে পারেনি। ফলে রান ২৭০ উঠেছিলো। ভারত বোলিং করেছিলো ভালোই এই ম্যাচে। প্রসিদ্ধ আর জাডেজা সর্বোচ্চ উইকেটের অধিকারী হয়েছিলো।
যাইহোক, ইন্ডিয়া এই রান চেজ করতে নেমে যেনো একদম ফুল শর্ট শুরুর থেকে শুরু করে দিয়েছিলো। তবে প্রথম এর দিকে একটু কম রান আসলেও পরে যাইস্বল আর রোহিত সমানে মেরেছে। রোহিত হলো ওয়ানডে ক্রিকেট এর এক নম্বর ওপেনার হিটম্যান। রোহিত এর হিট মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল শর্ট খেলা। এতে করে একদিকে রানের গতি খুব দ্রুত বেড়ে যায়। রোহিত টানা মেরে ৭৬ রান করে আউট হয়ে গেলেও যাইস্বল আর সেরা চেজ মাস্টার কোহলি পুরো দমে খেলা শেষ করে দিয়েছিলো। একজন সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছে আর একজন কোহলি সমস্ত সিরিজে সর্বোচ্চ রান করে সিরিজ সেরা হয়েছে। এটা এক রোমাঞ্চ-এ ভরা অসাধারণ ম্যাচ ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






https://steemit.com/steem-exclusive/@manish1992/gill-returns-as-vice-capt-hardik-back-india-s-t20i-squad-vs-sa-your-xi