রাদারফোর্ডের দুর্দান্ত ইনিংস!

in আমার বাংলা ব্লগyesterday
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000069238.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল কেপ টাউন আর প্রেটরিয়া ক্যাপিটালস এর মধ্যে একটি ম্যাচ ছিল। খেলাটা খুব বেশি একটা ইন্টারেস্টিং হয়নি, কারণ কিছুটা এক তরফা খেলা হয়েছিলো। কেপ টাউন এর বেশ কিছু ম্যাচ দেখলাম পরপর পড়েছে। যাইহোক আজকে প্রেটরিয়া এর ম্যাচ প্রথম দেখলাম। হিসেবে এদের টিমে তেমন ভালো প্লেয়ার নেই চেনা জানার মধ্যে। কিন্তু ভালো ভালো আছে, খেলা দেখে যেটা বোঝা গেলো। তবে কেপ টাউন এর টিমে চেনা জানা অনেক ব্যাটসম্যান এবং বোলার আছে। কিন্তু থাকলে কি হবে, এখানে প্রথম দিকে কয়েকটা ম্যাচ ভালো খেললেও পরে এসে ঝিমিয়ে পড়েছে।

কালকে টস তারা জিতেছিল, কিন্তু বাজে খেলেছে পুরোটাই। যদিও সিদ্ধান্ত ঠিক ছিল। তারা পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো। হিসেবে প্রেটরিয়া আগে ব্যাটিং করতে নেমেছিল। তবে প্রথম থেকেই অবস্থা খুব একটা সুবিধার ছিল না। কিন্তু এদিকে আবার তাদের টিমে ওয়েস্ট ইন্ডিজ এর প্লেয়ার বেশি অর্থাৎ যারা টি২০ এর মাস্টার। প্রথম এর দিক থেকে বেশ কয়েকজন ভালো ভালো ব্যাটসম্যান আউট হয়ে যায়। এতে পাওয়ার প্লে তে একটু বাড়তি চাপের সৃষ্টি হয়েছিলো। এদের মোটামুটি রাদারফোর্ড একটু টানা ব্যাটিং করে দিয়েছিলো, নাহলে রান হওয়া মুশকিল ছিল।

যদিও রাসেল তাদের টিমে ছিল। রাসেল তো বলতে গেলে আরেকটা উড়ো প্লেয়ার। যাইহোক কোনোমতে এদিকে ওদিকে করতে করতে রান ভালোই উঠেছে গেছিল অর্থাৎ ১৮৫ হয়ে গেছিল। আসলে ওখানে স্বাভাবিক ভাবেই খাওয়ার লোকজন খুবই কম। যাইহোক লাস্ট এর দিকে অর্থাৎ এই রান চেজ করতে নেমে বসে কেপ টাউন। তবে আর যাইহোক, বোলিং কিন্তু উভয় দিক থেকে যথেষ্ট ভাল হয়েছে। কারণ ওদের ক্ষেত্রে ব্যাটিং এর সময় এরা যখন বল করেছিলো, তখন বোল্ট, রাবাডা ইত্যাদি এইরকম প্লেয়ার এর বলে পর্যন্ত মার খেয়েছে শেষের দিকে ইচ্ছেমতো। আরো তো কয়েকজন আছে, বলতে গেলে তারাও যথেষ্ট ভালো বল করেছিলো, কিন্তু পিচ যেদিকে টানবে, সেদিকেই হবে।

যাইহোক, কেপ টাউন এর অবস্থা খুব একটা ভালো ছিল না ব্যাটিং এর দিক থেকে। কারণ ওরা একটু বোলিং খুব হার্ড ভাবে তৈরী করেছিলো। সবথেকে মেইন থাকে ফিল্ডিং। ফিল্ডিং যদি কঠোরভাবে করা হয়, তাহলে যে ভাবেই মার দিক না কেনো বল সেভ হয়ে যাবে। সেই বলতে গেলে নিউজিল্যান্ড এর ফিল্ডিং এর কথা মনে পড়ে যায়। নিউজিল্যান্ড খুবই কঠিন পদক্ষেপ গ্রহণ করে ফিল্ডিং এর সময়ে। একপ্রকার যেসব ক্যাচ ধরার জন্য উড়ন্ত পদ্ধতি অবলম্বন করে, তা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। যাইহোক, এদিকে কেপ টাউন খুব একটা ভালো কোনদিকে করতে পারেনি। ৭-৮ ওভারে রান দেখে বুঝতে পেরেছিলাম, এই রান মনে হয় চেজ হবে না। ঠিক তাই ১৩২ রানে আটকে গেলো। খুব বেশি একটা ইন্টারেস্টিং লাগেনি খেলায়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Rutherford's reputation as a finisher speaks for itself. These kinds of players win tournaments. and i havent caught this match yet, but your analysis reminds me to check the highlights. Keep the cricket content coming.. we need more of it here..