বিস্কুট দৌড়

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

DALL·E 2025-01-15 00.40.58 - A nostalgic and lively image of children in the 1990s playing the popular childhood game of running with biscuits in their mouths. The scene shows a s.webp

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে নব্বই দশকের হারিয়ে যাওয়া একটি খেলার বিষয়ে ব্লগ শেয়ার করে নেবো। নব্বই দশকের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে এটি একটি। এই খেলাটির নাম হলো "বিস্কুট দৌড়"। এই খেলাটি আশা করি অনেকেই খেলেছেন শৈশবে। কারণ এই খেলাটা শুধু বন্ধুদের মধ্যেই যে সব সময় খেলা হতো তা কিন্তু না, এটি স্কুলের অনুষ্ঠানগুলোতেও এই খেলাটার আয়োজন করা হতো। বাচ্চারা এই খেলাটা অনেক পছন্দও করতো। এই খেলাটা আমিও স্কুলে থাকাকালীন খেলেছিলাম। এই খেলাটার সব থেকে মজার বিষয় হলো, বিস্কুট তো মুখে নিয়ে দৌড়াতে হবে, কিন্তু বিস্কুট না যাবে ভাঙা আর না যাবে খাওয়া, একদম অক্ষত অবস্থায় গন্তব্য স্থলে দৌড়িয়ে নিয়ে যেতে হবে।

এই খেলাটার আরো একটা দিক ছিল, দুইজন দুই মাথায় দড়ি ধরে দাঁড়িয়ে থাকবে আর সেই দড়িতে সামান্য ফাঁক দিয়ে দিয়ে বিস্কুট বাঁধা থাকবে আর বাচ্চারা দৌড়ে গিয়ে সেই বিস্কুট মুখ দিয়ে ছিড়ে নিয়ে আসবে। তবে এই পদ্ধতিটা একটু কঠিন ছিল। কারণ এই দড়িটা নাচানো হবে অর্থাৎ সবসময় নাড়াচাড়া দেবে আর ওর মধ্যেই শুধু মুখ দিয়ে বিস্কুট ধরতে হবে, হাত থাকবে পিছনে। হাত একদমই উপয়োগ করা যাবে না এখানে। মজার বিষয় হতো, যখন কেউ কেউ এই খেলার মাঝে ইচ্ছা করে বিস্কুট খেয়ে ফেলতো, এইটা খুবই মজার আনন্দ উল্লাসের একটা দারুন মুহূর্ত ছিল। এই খেলার মধ্যে শুধু প্রথম থেকে তৃতীয় স্থান পর্যন্ত কাউন্ট করা হতো।

যে যে দ্রুত বিস্কুট নিয়ে জায়গায় ফিরে আসতে পারতো সে সে বিজয়ী হতো। এই খেলাগুলো বিশেষ করে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় থাকতো। এই খেলাটার জন্য তেমন কোনো বড়ো আড়ম্বর করে প্রতিযোগিতা করা লাগতো না, এটা যেকোনো মুহূর্তে ইচ্ছা হলে আয়োজন করা যেত যেকোনো জায়গায়। তবে এই খেলাটা বেশিই খেলা হতো স্কুলে কোনো অনুষ্ঠান-এ, বিশেষ করে প্রতি বছর যে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তাতে। এই খেলায় কখনো পুরস্কার হিসেবে বড়ো একটা বিস্কুটের প্যাকেট বা হয়তো কোনো ছোট খাটো একটা পুরস্কার তুলে দেওয়া হতো। তবে সত্যি বলতে এই খেলাগুলোতে পুরস্কার যাই হতো না কেন, আনন্দের মুহূর্তটাই ছিল সেরা পুরস্কার।

এই খেলাটায় বেশিই মজা হতো। ওই যে প্রথমে বললাম, দড়িতে বিস্কুট বাঁধা থাকতো। ওখানে আসলে অনেকেই মুখ দিয়ে যখন বিস্কুট না ছিড়তে পারতো, তখন হাত দিয়ে ছিড়ে মুখে নিয়ে কেউ খেয়ে ফেলতো আবার কেউ দৌড় দিতো, অত্যন্ত হাসির মুহূর্ত ছিল ওটা। এখন স্কুলে এই বিস্কুট দৌড়ের খেলাটা বেশি একটা দেখা যায় না বা ছেলেমেয়েরা কেউই তেমন মাঠে এইসব খেলার মধ্যে থাকে না। আধুনিক গেমের স্পর্শে মাঠে খেলাধুলার থেকে এখনকার ছেলেমেয়েরা দূরে থাকে।

এইসব খেলার সম্পর্কে তারা জানেই না, একপ্রকার তারা এইসব আনন্দময় খেলাধুলা থেকে বঞ্চিত। ওই সময়টা ছিল একটা সোনালী মুহূর্ত, এখন বর্তমানে এইগুলো স্বপ্নের মতো, যা আর ফিরে আসবে না। নব্বই দশক মানেই ছিল অফুরন্ত আনন্দ, উল্লাস, মাঠে বিভিন্ন খেলার মাধ্যমে বন্ধুদের সাথে মিলিত হওয়া। সেই সময়টা আর নেই, শুধু আমাদের স্মৃতির কোনায় বেঁচে আছে আর থেকেই যাবে চিরকাল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শেষ মনে হয় ক্লাস-৪ এ খেলেছিলাম। মজার ব্যাপার হলো একবারো এ খেলায় জিততে পারেনি। যারা একটু লম্বা থাকতো তারা সহজেই বিস্কুট মুখ দিয়ে নিতে পারতো। তবে এ খেলায় মজা হতো অনেক বেশি। যারা বিস্কুট ছিড়তে পারতো না, তারা হাতের বাধন খুলে, হাত দিয়ে বিস্কুট নিয়ে দৌড় দিতো 😁। এ খেলা মেবি বিলুপ্ত প্রায়।

 last year 

এই বিস্কুট দৌড় গেমটি ভীষণ ইন্টারেস্টিং একটি গেম ছিল স্কুল জীবনে। আমাদের স্পোর্টসে এই গেমটি প্রতিবার অনুষ্ঠিত হতো। আর আমরা মুখে বিস্কুট নিয়ে দৌড়ে গন্তব্যে পৌঁছবার চেষ্টা করতাম। আপনার পোস্টে পুরনো এই খেলা নিয়ে বিবরণ দেখে খুব ভালো লাগলো। আমার ছেলেবেলার কথাগুলো মনে পড়ে গেল।

 last year 

দাদা আপনি আজ চমৎকার একটি খেলা বিস্কুট দৌড় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনার ভিত্তিতে বিষয়টি তুলে ধরেছেন। এই খেলাটি আমি জীবনে একবার ই ছেলেবেলায় খেলেছিলাম।আজকে আপনার পোস্ট পড়ে মনে পরে গেলো।যদিও আমার হাত বাঁধার কারনে আমি পারিনি।আমার আগেই অন্যরা খেয়ে নিয়েছিল,হিহিহি।এই খেলার আনন্দ এখনকার বাচ্চারা কি করে বুঝবে।অনেক ভালো লাগলো দাদা আপনার পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।ভাল থাকবেন সব সময়।

 last year 

এটি স্কুলের অনুষ্ঠানগুলোতেও এই খেলাটার আয়োজন করা হতো।

ঠিক বলেছেন দাদা,এই খেলাটি স্কুলের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আয়োজন করা হতো। বিশেষ করে ২১শে ফেব্রুয়ারী এবং ১৬ই ডিসেম্বরে তো আয়োজন করা হতোই। ছোটবেলায় বিস্কুট দৌড় খেলা খেলতে ভীষণ ভালো লাগতো। তখন বেশ জনপ্রিয় একটি খেলা ছিলো এটি। আপনার পোস্টটি পড়ে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

দাদা আজ আপনার বিস্কুট দৌড় পোস্টটি আমায় অনেক স্মৃতি মনে করিয়ে দিয়েছে। ছেলেবেলা স্কুলে প্রধান খেলা ছিল বিস্কুট দৌড়। সুতার মধ্যে বিস্কুট বেঁধে মুখের উপর ঝুলাতো যে নাকি আস্তা বিস্কুট নিয়ে আগে দৌড় দিতে পারত সেই কিছু হতে পারত। ছেলেবেলা স্কুলে এমন অনেক খেলা ছিল যা সত্যি মিস করি।

 last year 

"বিস্কুট দৌড়" খেলার মাধ্যমে নব্বই দশকের শৈশবের আনন্দ এবং শিশুদের খেলাধুলার যে একান্ত এক পরিবেশ ছিল, সেটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এখনকার আধুনিক সময়ের ছেলেমেয়েরা হয়তো এসব খেলাগুলোর আনন্দ অনুভব করতে পারছে না, তবে আপনার লেখায় সেই স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠেছে।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।