মরুভূমির দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটি জায়গার উপরে ভিত্তি করে তৈরি করেছি। এই আর্টটি মূলত একটি মরুভূমির। মরুভূমিতে শুধু বালি আর বালি আর ফাঁকা একটা পরিবেশ। এই মরুভূমিতে দিনের বেলা যেমন প্রচন্ড তাপ থাকে, তেমনি রাতের দিকে অনেক ঠান্ডা পড়ে। আমাদের যেমন রাজস্থানের মরুভূমির কথা বললাম। এখানে পরিবেশটাই এমন। এই আর্ট এর মাধ্যমে আমি বিষয়টা সেইরকমই একটা দৃশ্যের রূপ দেওয়ার চেষ্টা করেছি। মরুভূমি মানেই হলো খাঁ খাঁ একটা পরিবেশ। আর এই মরুভূমির বালির মধ্যে দিয়ে যদি কোনো প্রাণী চলতে পারে, তা হলো এই উট। আমিও এখানে মোটামুটি একটি উটের দৃশ্য এঁকে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে উট বিশ্রামরত অবস্থায় আছে। আর মরুভূমির বুকে কিছু পিরামিডের মতো দেখতে দৃশ্য তুলে ধরেছিলাম। মোটামুটি এইটুকু সাধারণ দৃশ্যের মধ্যে দিয়ে অঙ্কনটি সম্পন্ন করেছিলাম। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।

IMG-20251121-WA0001.jpg

☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো--

IMG-20251121-WA0000 (1).jpg
❖প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে উটের সম্পূর্ণ দৃশ্য এঁকে নিয়েছিলাম। এরপর ছোট ছোট কিছু ঘাসের মতো দৃশ্য এঁকেছিলাম এবং পরে দুটি পিরামিডের মতো দেখতে এঁকে নিয়েছিলাম। এরপর মেঘ আর সূর্যের দৃশ্য এঁকে দিয়েছিলাম।
IMG-20251121-WA0004.jpg
❖দ্বিতীয় ধাপে- কালার পেনের সাহায্যে দৃশ্যটাকে সম্পূর্ণ গাঢ় করে দিয়েছিলাম।
IMG-20251121-WA0003.jpg
❖তৃতীয় ধাপে- মোম রঙের মাধ্যমে আকাশের লাল রক্তিম দৃশ্য তুলে ধরেছিলাম এবং সূর্যের দৃশ্যে কালার করে দিয়েছিলাম। এরপর পিরামিডে কালার করে দিয়েছিলাম।
IMG-20251121-WA0002.jpg
❖চতুর্থ ধাপে- উট সহ মরুভূমিতে কালার দিয়ে সম্পূর্ণ একটা মরুভূমির দৃশ্য তুলে ধরেছিলাম। এরপর অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 last month 

আজকের আর্টটি ও অসাধারণ হয়েছে দাদা।মরুভূমির কথা মাথায় এলেই উট চলে আসে। আর প্রখর তাপ। সব মিলিয়ে চমৎকার আর্ট করেছেন দাদা।অনেক ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করে নেয়ার জন্য।

 last month 

এককথায় অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন দাদা। মরুভূমির দৃশ্যের চিত্রাঙ্কন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার আর্ট গুলোর প্রশংসা সবসময়ই করে থাকি। আপনি আসলেই খুব ভালো আর্ট করেন। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

This desert scene is absolutely breathtaking. The way the warm tones blend with the soft sky gives the artwork a peaceful yet powerful feeling. I admire your attention to detail, especially in the textures of the sand and mountains. Truly inspiring work—keep creating and sharing your talent.