সিরিজে হঠাৎ নতুন মোড়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ড এর মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটা একদিকে নিউজিল্যান্ড এর জন্যও যেমন গুরুত্বপূর্ন ছিল আবার তেমনি ইন্ডিয়ার দিক থেকেও অনেক গুরুত্বপূর্ন ছিল। কারণ ইন্ডিয়া এই ম্যাচ জিতলে একরকম সিরিজ জিতে যাবে আবার অন্যদিকে নিউজিল্যান্ড এই ম্যাচ জেতার চেষ্টা করবে, কারণ সিরিজটা বাঁচিয়ে রাখলে লাস্ট ম্যাচে কিছু একটা করতে পারবে। অনেক বড়ো একটা ম্যাচ হয়েছে রাজকোটের পিচে।
এই ম্যাচে ইন্ডিয়া টস করলেও জিত হয়েছে নিউজিল্যান্ড এর। আর নিউজিল্যান্ড ভালো মতো একটা বিষয় জানে ইন্ডিয়াকে যদি প্রথমে ব্যাট করিয়ে কম রানে আটকানো যায়, তাহলে আমরা জিততে পারবো। এক্ষেত্রে যদিও এটা ব্যাটিং পিচ, কিন্তু নিউজিল্যান্ড এর ফিল্ডিং বলে কথা। আর বর্তমানে কিছু বোলার উঠেছে, দুর্দান্ত বোলিং স্পেল তাদের। নিউজিল্যান্ড মূলত পার পেয়ে যায় ফিল্ডিং এর কারণে। এই ম্যাচের শুরু থেকেই বোলিং যেমন সুন্দর হচ্ছে আর তেমন ফিল্ডিং, যেনো পাখির মতো উড়ে উড়ে এসে বাউন্ডারি বাঁচিয়ে দিচ্ছে। প্রথম এর দিকে তো বাউন্ডারি বের হয়নি। রোহিতও খেলতে পারছিল না তেমন।
তবে গিল মোটামুটি খেলে যাচ্ছিল। রোহিত এর হিট যদি প্রথম থেকে না থাকে, তাহলে বুঝতে হবে বেশিক্ষণ টিকবে না। গিল আবার ফরমে ফিরে এসেছে দেখছি। তবে যাইহোক, দেড়শো রানের মধ্যে ৪ টা উইকেট পড়ে গিয়েছিলো এবং কোহলিও এই ম্যাচে রান করতে পারেনি। তবে আমার একজনকে দারুণ লাগে, যে সব ফরম্যাটে দুর্দান্ত খেলে থাকে। উইকেট রক্ষক এর কাজও বেশ ভালো পারে, যখন তখন যেকোনো ফরম্যাটে ব্যাটিং করতে পারে আবার দরকার পড়লে ফিনিশিং দিতেও পারে। আর সে হলো রাহুল। আজকেও ম্যাচের পুরো হাল একাই ধরে নিয়ে গেছে আর একটা সেঞ্চুরিও করে ফেলেছে।
একার দমে রান ২৮৮ হয়েছিলো, তবুও এই পিচে কোনো স্ট্রং রান ছিল না এটা। নিউজিল্যান্ড এই রান খুবই যেনো অর্থাৎ বলতে গেলে আরামে খেলে তুলে ফেলেছে। নিউজিল্যান্ড এর মিশেল অনেক ধৈর্য ধরে সেট হয়ে গেছিল। আর এই একটা ব্যাটসম্যান পুরো ম্যাচ বের করে নিয়ে গেছে। কুলদীপ একাই রান দিয়েছে অনেক, তার সাথে আরো অনেকে অনেক মার খেয়েছে। ইন্ডিয়া আগে ব্যাট করলে এই একটাই দুশ্চিন্তা থাকে। আর করলেও যদি সাড়ে ৩০০ রান করে, তাহলে একটা চান্স থাকে। কারণ ভারত ফিল্ডিং এর দিকে সবসময় গড়িমশি করে। একটুও কষ্ট করে না। তবে যাইহোক, খেলাটা ভালো হলেও আরো ভালো আশা করা যাবে লাস্ট ম্যাচে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





