কুয়াশা বিঘ্নিত ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে চতুর্থ টি20 ম্যাচ ছিল। গত ম্যাচটা ভারতের জন্য হলেও সবথেকে বেশি প্রয়োজন ছিল সাউথ আফ্রিকার। কারণ তারা জিজ্ঞাসা করবে ম্যাচ সমতা আর ইন্ডিয়া চাইবে এই সিরিজ জেতার। এই ম্যাচটা হওয়ার কথা ছিল লখনৌ। লখনৌ এর পিচ যদিও অতটা রান করার উপযুক্ত পিচ নয়, কিন্তু আবার জটিল পিচও না। মোটামুটি একটু অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এখানে বাজিমত করা যায়।
কিন্তু আমাদের বর্তমান ইন্ডিয়ার যে টিম, তাতে সবাই ইয়ং, এইসব মাঠে আন্তর্জাতিক ম্যাচ অনেকেই খেলেনি। তবে আমার মতে ওপেন এখন থেকে অভিষেক আর যাইস্বল নয়তো বৈভব যেকোনো দুইজনকে খেলা উচিত। কারণ ওপেন পজিশন দুর্বল হয়ে পড়েছে বড্ড। একমাত্র অভিষেক শর্মা যদি খানিকক্ষণ খেলে যায়, তাহলে ভালো একটা উত্তেজনা থাকে ব্যাটিং এর মাঝে। কিন্তু গিল হয়ে গেছে একটা নরমাল পজিশন। কারণ গিল আমার মতে খেললে অনডাউনে ব্যাটিং করবে। এতে করে ব্যালান্স ঠিক থাকবে।
ওপেন থাকবে একদম গরম অর্থাৎ যতক্ষণ ব্যাটিং করে যাবে দুইজন সমানে মারতে থাকবে। এখানে বেস্ট অপশন বর্তমানে বৈভব, কারণ এই ছেলেটার অভিজ্ঞতা কম হলেও ফর্ম আছে দুর্দান্ত। পুরো বিধ্বংসী ব্যাটিং করার মতো করে যায়। আরো একটা পজিশন হচ্ছে সূর্যকুমার, যদিও ক্যাপ্টেন, কিন্তু বিগত অধিক ম্যাচে কোনো ফর্ম নেই তার। ব্যাটে রান নেই বললেই চলে। সেখানে দাঁড়িয়ে একপ্রকার অনেকেই বঞ্চিত হচ্ছে। কয়েকজনকে বসিয়ে অন্যদের একটু সুযোগ দেওয়া উচিত। নাহলে এইগুলো যাচ্ছে আর সেই সাথে বসে থাকতে থাকতে ওদেরও ফর্ম নষ্ট হচ্ছে। তারপরেও একটা সমস্যা হচ্ছে, ব্যাটিং পজিশন একদম ভুল সাজানো।
অক্ষয় কুমারকে কোথায় লাস্ট পজিশনে রাখবে, সেখানে তাকে দিয়ে দিচ্ছে ৪ নম্বর ব্যাটিং পজিশনে । এতে করে একটা ডিসব্যালান্স তৈরী হচ্ছে। গতকাল যে ম্যাচটা ছিল, তাতে হয়তো বোলিং পজিশন এর দিকে একটু চেঞ্জ ছিল। কারণ বুমরাহকে প্র্যাক্টিস করতে দেখা গিয়েছিলো। হয়তো তাকে বোলিং পজিশন এর দিকে নেওয়ার একটা চান্স ছিল। কিন্তু এই ম্যাচটা আলোর কারণে পুরো বিঘ্নিত হয়ে গেছে। লখনৌতে এত পরিমাণে কুয়াশা পড়েছে যে, ওই হাই ভোল্টেজ এর লাইট দিয়েও ক্লিয়ার করতে পারেনি। যদিও ঘন্টা দুই এর মতো আরো দেরি করেছিলো। কিন্তু কাজে দেয়নি। কুয়াশা আরো যেনো বেশি চেপে আসছিল। এইবার ম্যাচটা একটু কঠিন হয়ে গেলো অর্থাৎ সাউথ আফ্রিকা পরেরটা জিতলে সিরিজ সমতা হবে আর যদি ইন্ডিয়া জেতে, তাহলে সিরিজ ইন্ডিয়া জিততে পারবে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





