বোলারদের নিয়ন্ত্রণে ম্যাচ শেষ হলো!

in আমার বাংলা ব্লগ9 days ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

ChatGPT Image Nov 27, 2025, 04_15_14 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। খেলাটা শুরু হয়েছিল ৪ দিন আগে, গতকাল সেটার ইতি ঘটেছে। প্রথম টেস্ট ম্যাচটি ইডেনে খেলা হয়েছে, কিন্তু পিচের খারাপ কন্ডিশন এর জন্য উভয় টিমের পজিশন খুবই খারাপ ছিল। তাছাড়া ইন্ডিয়া হিসেবে একটু খারাপ ব্যাটিং করেছিল। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটি যে পিচে খেলা হয়েছে, সেটা যথেষ্ট ভালো ছিল। কারণ গুয়াহাটির পিচে তেমন কোনো রান করতে সমস্যা হয় না। এটা ব্যাটিং এবং বোলিং উভয়ের জন্য যথেষ্ট ভালো। এই টেস্টের প্রথম ইনিংস হিসেবে সাউথ আফ্রিকা টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল।

সাউথ আফ্রিকা শুরুটা মোটামুটি ভাবে শুরু করেছিল। বুমরাহ আর সিরাজ ওপেনিং বোলার হিসেবে বেশ ভালো চাপ সৃষ্টি করতে পারে আর শুরুর দিকে সেটাই করে থাকে। তবে টেস্ট সিরিজে আসলে প্রথম থেকে যদি ২০ ওভার পর্যন্ত কোনো রান সেইভাবে না উঠেও থাকে অর্থাৎ রান রেট দেড় থেকে দুই থাকেও, তাতে কোনো ম্যাটার করে না। টেস্ট খেলা হচ্ছে ধৌর্যের খেলা, ফলে যতক্ষণ টিকে থাকা যাবে, তত ভালো। এক্ষেত্রে এখন বর্তমান কোনো টিমের প্লেয়ারদের মধ্যে আগের মতো সেইরকম ধৌর্য বিষয়টা নেই, ঝটপট রান করার চিন্তা থাকে। তবে সাউথ আফ্রিকা শুরুতে সেইভাবে না খেলতে পারলেও, পরে দুইজন অনেক্ষন ধরে ধরে ভালো একটা পার্টনারশীপ তৈরি করেছিল।

মোটামুটি সাউথ আফ্রিকার বলতে গেলে সবগুলো ব্যাটসম্যানই ভালো ব্যাটিং করে গেছে বলাই যায়। একজন ভালো ধৌর্য সহকারে খেলে সেঞ্চুরি করেছিল। ফলে রান মোটামুটি ৩০০+ ওখানেই উঠে গেছিলো। আর লাস্টে একজন এসে তো টি২০ ফরম্যাটে খেলে ৯৩ রানের দূরন্ত ইনিংস খেলে গেছিলো। যার ফলস্বরূপ যথেষ্ট ভালো একটা রান প্রথম ইনিংসে উঠেছিল। আমাদের ইন্ডিয়ার একটা সমস্যা হয়ে গেছে, গিল ইনজুরিতে যাওয়ার পরে তার জায়গায় একজন ভালো নেতৃত্বের অভাব পড়ে গেছে। গিল হিসেবে টেস্টে ভালো অধিনায়কের দায়িত্ব পালন করে থাকে, কিন্তু ঋষভ সেখানে ভালো ম্যানেজ করতে পারছে না। যাইহোক, ইন্ডিয়া আবার এদিকে শুরুটা করেছিলো ভালো, কিন্তু সাউথ আফ্রিকার বোলিং প্রেসারও যথেষ্ট ছিল।

প্রথম দিকে দুইজন ভালো খেললো, আর তারপরে সব উল্টোপাল্টা ব্যাটিং করে একদম ভরাডুবি করে দিলো সবকিছু। এখানে মাঝে ওয়াশিংটন একটু ভালো খেলেছিল, তাও এই রানের জন্য যথেষ্ট ছিল না। আরো ভালো ব্যাটিং এর আশা ছিল, কিন্তু সেখানে ২০০ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। ফলে বাকি যে রানটা পড়ে থাকলো, এতে সাউথ আফ্রিকার স্থান আরো মজবুত হয়ে গেলো, কারণ দ্বিতীয় ইনিংসে আর তেমন কষ্ট করে রান বেশি করার প্রয়োজন নেই, সাথে আর ২০০ রান অ্যাড করতে পারলেই রান ৫০০ ছাড়িয়ে চলে যাবে। আর পরে এই রান দেড় দিনে কমপ্লিট করা একটা অসম্ভব ব্যাপার। কারণ সারাদিন যদি টিকে না থাকতে পারে, তাহলে আশা শূন্য। দ্বিতীয় ইনিংসে আরো খারাপ ব্যাটিং বিপর্যয়। আরো যথেষ্ট ভালো করা উচিত ছিল প্রথম টেস্টের পরে। যাইহোক, পরের ম্যাচে দেখা যাক কি হয়।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png