ক্রিসমাস উপলক্ষে একটি চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটি উৎসবকে কেন্দ্র করে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে আর কিছুদিন পরে বড়ো দিন আসতে চলেছে অর্থাৎ ক্রিসমাস আসতে চলেছে। আমাদের এদিকে কলকাতায় ক্রিসমাস এর সময় বিশাল বড়ো আয়োজনের মাধ্যমে এটা অনুষ্ঠিত। কোথাও কোথাও এটা অনেক বড়ো একটা উৎসবের মতো করে থাকে। আমাদের কলকাতাতেও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পন্ন করে। সবকিছু দেখে একটাই বিষয় মনে হয়, বাঙালি মানেই যেকোনো উৎসবের প্রতি একটা আলাদা টান থাকে। যাইহোক, এখানে আমি একটা ক্রিসমাস উপলক্ষে স্যান্টা ক্লোজ এর আর্ট করার চেষ্টা করেছি। আর স্যান্টা ক্লোজ সবাইকে উপহার দিচ্ছে, সেই দৃশ্যটাও তুলে ধরেছি। আশা করি সবার ভালো লাগবে আর্টটি । এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🔆উপকরণ🔆
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

⏩️প্রথম ধাপে- একটি স্যান্টা ক্লোজ এর দৃশ্য পুরোপুরি স্কেচ পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। এরপর হাতে গিফট নিয়ে আছে, সেটাও তুলে ধরেছিলাম এবং তার আশেপাশে কিছু গিফট বক্স এঁকে দিয়েছিলাম।

⏩️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আঁকার পরে কালার পেন এর মাধ্যমে কালী দিয়ে গাঢ় করে তুলেছিলাম।

⏩️তৃতীয় ধাপে- স্যান্টা ক্লোজ এর মুখ, দাড়ি এবং মাথায় টুপিতে মোম রং দিয়ে কালার করে দিয়েছিলাম। এরপর পাশে কয়েকটা গিফট বক্সেও কালার করে দিয়েছিলাম।

⏩️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে শরীরের পোশাকে এবং যে গিফট বক্স ধরে আছে, সেটিতে কালার করে দিয়েছিলাম।

⏩️পঞ্চম ধাপে- একইভাবে মোম রং ব্যবহার করে বাকি থাকা সব জায়গায় কালার দিয়ে অঙ্কন সম্পন্ন করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






স্যান্টা ক্লোজ এর চিত্রাঙ্কনটি দেখে বড়দিনের কথা মনে পরে গেলো।চমৎকার আপনার হাতের শিল্পকর্ম।সুন্দর করে আর্টটি সম্পন্ন করেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাই সুন্দর এই আর্টটি আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।