লড়াই সম্পন্ন এবং থ্রিলার ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছে। গত দুটি টেস্ট ম্যাচও দারুণ ইন্টারেস্টিং ছিল আর এখন এই তৃতীয় যে টেস্ট ছিল, সেটাও ফুল দমে দারুণ হয়েছে। টেস্টে হলো ধৈর্যের খেলা, যতো ধৈর্য ধরে খেলা যাবে, ততো টেস্টের আনন্দটা বোঝা যাবে। আমি মোটামুটি এইগুলো উপভোগ করি ভালো খেলার মধ্যে দিয়ে। গতকাল পুরো ৫ দিনের মাথায় ম্যাচ শেষ হয়েছে। এদের খেলার দিকে প্রায় ৫ দিন ধরে ম্যাচ হয়।
কিন্তু বর্তমানে বেশিরভাগই খেলার মাঝে দেখা যায় যে, এদের ৩-৪ দিন সর্বোচ্চ দেখা যায় খেলতে আর তার মধ্যেই অলআউট। তো যাইহোক, শুরুতেই অস্ট্রেলিয়া টস জিতেছিল এবং তারা ব্যাটিং নিয়েছিলো প্রথমে। তবে শুরুটা ভালো আসেনি তাদের। প্রথম ইনিংসে প্রথম ৩ জন বিষয়টা কন্ট্রোলে নিতে পারেনি। কিন্তু পরবর্তীতে খাওজা আর অ্যালেক্স ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলে। বেশ ভালো একটা মজবুত ভীত তৈরী হয় চতুর্থ এবং ষষ্ঠ ব্যাটসম্যান দ্বারা। এরা দুইজন বেশ ভালো কন্ট্রোল করেছিলো, ফলে শুরুটা ভালো না হলেও মোটামুটি প্রথম ইনিংসে ৩৭১ রানের একটা পজিশন হয়।
প্রথম ইনিংসে ইংল্যান্ড এর অবস্থা আরও বেশ শোচনীয় হয়ে যায়। কামিন্স এর বোলিং সবকিছুই যেনো একটা ধারালো অস্ত্রের মতো তাদের দিকে নিক্ষেপ হচ্ছিলো। বোলিং লেন্থ মারাত্মক ছিল। কেউই সেভাবে ভালো পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি। একমাত্র স্টোকস অনেকক্ষণ ধরে একাই ব্যাটিং করে গিয়েছে। শেষে জোফরা একজন বোলার হয়েও মোটামুটি একটু রান করে গিয়েছিলো। সব মিলিয়ে মোটামুটি ওই রান আর চেজ হলো না। ফলে অস্ট্রেলিয়া কিছুটা রানের একটা সুবিধা পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ওপেন হয়েছে দুর্দান্ত অর্থাৎ হেড এর ব্যাট থেকে। একাই পুরো প্রথম ইনিংস এর গ্যাপ পূরণ করে দিয়েছিলো ।
যদিও প্রথম ইনিংসে তার নিজের দোষে আউট হয়েছিলো। যাইহোক, টানা ব্যাটিং করে ৪ এর বন্যা বইয়ে দিয়েছিলো । একার ওই ১৭০ রান অনেক ছিল টিমের জন্য। এছাড়া ওটাই একমাত্র বড়ো রান এর সাথে আরো কয়েকজন এর ছোটো ছোটো কিছু রানের গড় যোগ করে ৪০০+ রানের টার্গেট হয়ে গেছিল। এক্ষেত্রে ইংল্যান্ড একটু চাপের মুখে পড়ে যায়। কারণ হিসেবে একটু রান অনেক হয়ে যায় সময়ের ব্যবধানে। আর ইংল্যান্ড এর হাতে যে টাইম ছিল, তাতে এই রান তুলতে গেলে ওয়ানডে ম্যাচ খেলা লাগবে। কিন্তু যাইহোক, তারপরেও ইংল্যান্ড এই ইনিংস অনেক ভালো খেলেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





