অবশেষে ফাইনালে এমআই এমিরেটস!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল কোয়ালিফাই এর দ্বিতীয় ম্যাচ খেলা হয়েছে ইন্টারন্যাশনাল লীগের মধ্যে। পরশু হবে ফাইনাল ম্যাচ। এর আগে এলিমিনেটর ম্যাচ খেলে আবু ঢাবি কোয়ালিফাই ম্যাচে উত্তীর্ণ হয়েছিলো। কিন্তু এমিরেটস এর টিম আগে থেকেই এই ম্যাচের জন্য উত্তীর্ণ হয়ে গেছিল। গতকাল তাই নিয়ে ছিল একটা গুরুত্বপূর্ন কোয়ালিফাই ম্যাচ। তবে হিসেবে আবু ঢাবি এর জেতা উচিত ছিল। কারণ এই ম্যাচে তারা সবথেকে কঠিন চ্যালেঞ্জ এর মুখোমুখি হয়ে খেলেছে।
যাইহোক, এই ম্যাচে টস জিতেছিল এমিরেটস এর টিম। এই দুবাই এর যতো পিচ আছে, প্রত্যেকটাতে টস জেতা একটা গুরুত্বপূর্ন বিষয়। কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রেই টস না জিতলে সঠিক সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে যায়। সঠিক সিদ্ধান্ত এইসব পিচের ক্ষেত্রে না নিলে কোনোমতেই জেতা সহজ হয় না। গতকাল তারা জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। প্রথম এর দিকে পিচের জটিলতা একটু ছিল। আসলে কিছু কিছু এমন পিচ থাকে, যেগুলোতে শুরুর পর্যায়ে একটু হার্ড থাকলেও পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড পর্বে যারা ব্যাটিং করতে আসে, এদের ক্ষেত্রে সুবিধা হয়।
কারণ এখানে পরে তারা রোলার টানার পরে পিচের ধরণ অনেকটা পরিবর্তন হয়ে যায়। যদিও এই ম্যাচে এমিরেটস শুরুর থেকে যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রথমেই স্পিনার দিয়ে শুরু করেছিলো। স্পিন ভালোই ধরেছিলো এই পিচে। তবে একেবারে পরবর্তীতে খুব বেশি একটা হার্ড স্পিন বা লেন্থ এর বোলিং হয়েছে, তা কিন্তু না। তবে প্রথমেই পাওয়ার প্লে ওভার মার খেয়ে গেছিল। কারণ রোহিদ খান নামের একজনের বোলিং খুবই জটিল হচ্ছিলো, এর ওভারে রান বলতে গেলে নেই একপর্যায়ে। তবে আবু ঢাবির কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেনি।
মাত্র একজন কোনোমতে হাফ সেঞ্চুরির মতো করতে পেরেছিল এবং যার কারণে সর্বমোট রান ১২০ ওঠে । রান আসলে তাদের আর হবে কি করে, কারণ প্রত্যেক ব্যাটসম্যান যদি ১-৬ রান করে আউট হয়ে যায়, তাহলে সেই রান হওয়া দুষ্কর। ওপেন এর একজন ৩০ এর মতো আর ওই একজন এর যদি ৫০ রান না থাকতো, তাহলে ৫০ রান সবমিলিয়ে হওয়াও দুষ্কর ছিল। যাইহোক, কিছু করার নেই, যেমন ব্যাটিং, তেমন ফলাফল। এমিরেটস এদিকে দুই বাড়ি দিয়ে এই রান তুলে ফেলেছিল। আমিও প্রথমের দিকে একবার ভেবেছিলাম এরাও রান সহজে করতে পারবে না। কারণ ওরা যখন এই অবস্থায় পড়েছে, এদেরও একই পরিস্থিতি এসে দাঁড়াবে। যাইহোক, ১৬ ওভারে এই ম্যাচ বেরিয়ে গেছিল। তবে এই গুরুত্বপূর্ন কোয়ালিফাই ম্যাচটা যতোটা সুন্দর আকর্ষণীয় হওয়া দরকার ছিল, সেটা আর হলো না।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





