ঘোড়ার সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। অনেকদিন কোনো ম্যান্ডেলা আর্ট করা হয় না, তাই ভাবলাম এই তারিখ একটা ম্যান্ডেলা আর্ট তৈরী করা যাক। বর্তমানে সময় বের করা খুব মুশকিল হয়ে পড়েছে। যাইহোক, এই সপ্তাহে ম্যান্ডেলা আর্ট করেছিলাম একটি ঘোড়ার উপরে। এত বড়ো প্রাণীর উপরে ম্যান্ডেলা ডিজাইন করাও একটা মুশকিল ব্যাপার। তবে যাইহোক, আমি এটাকে একটু কাটছাট করে শর্ট এর মাধ্যমে ডিজাইন করেছি।
এখানে ঘোড়ার অর্ধেক অংশে আর্ট করে তাতে ম্যান্ডেলা ডিজাইন তুলে ধরার চেষ্টা করেছি। ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তুলতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, তবে এইবার করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কারণ আর্ট করে রেখেছিলাম অনেকদিন আগে, কিন্তু এতে ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তোলার সময় হয়ে উঠেছিলো না। তবে যাইহোক, মোটামুটি সাদা-কালোর মাধ্যমে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব
🌱উপকরণ:🌱
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি ঘোড়ার সম্পূর্ণ মুখমন্ডল সহ গলার দিকে অঙ্কন করে নিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- অঙ্কন এর সম্পূর্ণ অংশে স্কেচ পেন্সিল দিয়ে ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম।

▶️তৃতীয় ধাপে- মুখের অংশে যে ম্যান্ডেলা ডিজাইন করা হয়েছিলো, তাতে কালো কালার পেন এর মাধ্যমে গাঢ় করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- একইভাবে বাকি অংশে কালার পেন এর মাধ্যমে গাঢ় করে দিয়েছিলাম এবং একটি সম্পূর্ণ সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





