টমেটো গাছ সহ টমেটোর দৃশ্যের চিত্রাঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ17 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি একটু প্রাকৃতিক ভাবে তৈরী করার চেষ্টা করেছি। তবে আর্টটি খুবই সিম্পল ভাবে শেষ করেছি। তবে আর্টটি সাধারণভাবে শেষ করলেও এর মধ্যে অরিজিনাল বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে মূলত টমেটো গাছের দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই টমেটো গাছে অরিজিনাল টমেটো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটি গাছে যেভাবে টমেটোগুলো অর্থাৎ যে সাইজের মোটামুটি ধরে থাকে, সেইভাবে বিষয়টা তুলে ধরেছিলাম । এইটা দেখে মনে হবে না কোনো অঙ্কন করা ছবি, কারণ এখানে কিছু কিছু জায়গায় ফুল ফোটার দৃশ্যও তুলে ধরেছি। যাইহোক, আশা করি এই অঙ্কন আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000066226.jpg

🏵উপকরণ:🏵

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000066223.jpg
⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে প্রথমে সম্পূর্ণ একটা টমেটো গাছ এবং তাতে ধরে থাকা ফল এর দৃশ্য এঁকে নিয়েছিলাম। এরপর মূল এইসব একটু এঁকে দিয়েছিলাম।

1000066235.jpg
⏩️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন এর মাধ্যমে স্কেচ পেন্সিল দিয়ে অঙ্কন করা সমস্ত দৃশ্যে কালার দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

1000066232.jpg
⏩️তৃতীয় ধাপে- কান্ড, ফল এবং শিকড়ের দিকে মোম রং দিয়ে কালার করে দিয়েছিলাম।

1000066229.jpg
⏩️চতুর্থ ধাপে- পাতা, ফুল এইসবে কালার দিয়ে অঙ্কন সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 10 hours ago 

টমেটো গাছ সহ টমেটোর দৃশ্যের চিত্রাঙ্কনটি খুবই সুন্দর হয়েছে দাদা।সময় ও ধৈর্য ধারন করে চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।সামনের দিনগুলোতে আরো আর্ট দেখার অপেক্ষায় রইলাম।ভালো থাকবেন।

Your tomato scene is simple yet very captivating. The balance between the plant, fruits, and background shows strong artistic control. I admire how the colors blend naturally and create depth. This artwork gives a warm, organic feeling that makes the viewer appreciate nature more.