২৩৩ রানের বিশাল ব্যবধানে ভারতের জয়লাভ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার যুবকদের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচ মিলে একপ্রকার সিরিজ শেষ হওয়ার পথে। আর এইটা অনেকটা গুরুত্বপূর্ন একটা ম্যাচ ছিল, বিশেষ করে সাউথ আফ্রিকার জন্য। আগের দুটো জিততে পারেনি। ফলে এইটা জিততে পারলে সিরিজ জয়ের লক্ষ্য বাঁচিয়ে রাখতে পারতো। কারণ এটা জিতলে ভারত পরের দুটো লক্ষ্য করতো আর এতে হিসেবে খেলাটা আরো ইন্টারেস্টিং হতো। তবে খেলাধুলার বিষয়ে আসলে বলতে গেলে কোনো দলেই নরমাল খেলবে না, তারা চাইবে যতো দ্রুত সিরিজ জিতে নেওয়া যায়।
সাউথ আফ্রিকা হিসেবে আগে টস জিতেছিল। সিদ্ধান্ত খারাপ ছিল না, কারণ ভারতের সবারই একই সমস্যা, পরে ব্যাট না করলে কিছু করতে পারে না। ফিল্ডিং তো একদম ভালো না, তবে বলের দিক থেকে ভালো আছে। ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করলে রান সাড়ে ৩০০+ করতে পারলে তবে জিতবে। আর তারা আগে ব্যাটিং করলে হিসেবে তাইই করে থাকে। যাইহোক, ইন্ডিয়া আগে ব্যাটিং করতে নেমেছিল। তবে যে পিচে খেলা হয়েছে, এটা সবথেকে দারুণ একটা পিচ, রান করার জন্য ১০০% বলা যায়। ওপেন করতে এসেছিল বৈভব ছেলেটা এবং আর সাথে আরেকজন। তবে এরা দুইজন ওপেনে যা ব্যাটিং শুরু করেছিলো প্রথম থেকে, তাতে একপ্রকার দুরন্ত ব্যাটিং যাকে বলে।
বৈভব ছেলেটা তো কোনটা ৫০ ওভার আর কোনটা ২০ ওভার, সেটা বোঝে না। আর ফরম্যাট একটাই সেটা টি২০। ওর স্ট্রাইক রেট সবসময় দেড়শো এর উপরে থাকে। গত ম্যাচে ২০০+ ছিল। এর রানের খাতায় বেশি থাকে ওভার বাউন্ডারি। ৪ এর সংখ্যাও খুব কম থাকে। এই ম্যাচেও ১০ টা ৬ মেরেছে। মাত্র ৭৪ বল খেলে ১২৭ রান করেছে। আর আরেকজন শুধু ৪ মেরে সেঞ্চুরি করেছে। বৈভব হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ব্যাটসম্যান। আসলে হিসেবে ওপেনে এইরকম ব্যাটসম্যান জরুরি, বোলাররা পর্যন্ত কেঁপে যাবে। এই ছেলেটা ব্যাটিং এইরকম পর্যায়ে করলে আসলেই বোলাররা ভয় পেয়ে যায় যে, বল কোথায় ফেলব, কারণ যেখানে ফেলা হয়, সেভাবেই মারে।
এরা দুইজনে বিশাল একটা পার্টনারশিপ গড়ে দিয়ে গেছিল। এরপর বাকিরা সবাই মিলে যে রান করেছিলো, তাতে টোটাল ৩৯৩ রান হয়েছিলো, প্রায় ৪০০ এর গায়ে। অনেকটা রান বলা যায়। সাউথ আফ্রিকা এই রান চেজ করতে নেমে গিয়েছিলো। কিন্তু প্রথম থেকেই ভরা ডুবি যাকে বলে। কয়েকটা ওভার পরের থেকেই উইকেট একভাবে পড়তে থাকে। পরপর ৪ টা উইকেট পড়ে যাওয়ায় এমনিতেই ধরে নেওয়া গেছিল যে, তারা আর এই রান তুলতে পারবে না। একপ্রকার অনেক বড়ো রানের ব্যবধানে এই ম্যাচ জিতেছে। বিশাল একটা পয়েন্ট তুলে নিয়েছে ভারতে। একদিকে অলআউট করেছে আবার একদিকে ২৩৩ রানে ম্যাচ জিতেছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





