রোমাঞ্চকর মুহূর্তে ভরপুর শেষ ম্যাচ!

in আমার বাংলা ব্লগ6 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000066853.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে পঞ্চম তথা শেষ টি২০ ম্যাচ ছিল। গতকালের ম্যাচটা কুয়াশার কারণে নষ্ট হয়ে যায়। ফলে এই শেষ টি২০ ম্যাচটা একটা গুরুত্বপূর্ন ম্যাচ ছিল। বিশেষ করে বললে সাউথ আফ্রিকার জন্য। কারণ গত ৩ টি ম্যাচে তো ইন্ডিয়া অলরেডি ২ টি জিতে আছে, ফলে ইন্ডিয়া এক ধাপ তাদের থেকে এগিয়ে ছিল। সেই হিসেবে খেলা আর নাহলেও নিয়ম অনুযায়ী ইন্ডিয়া সিরিজ জিতে বসে আছে। আর এই শেষ টি২০ ম্যাচে যদি সাউথ আফ্রিকা ম্যাচ জিতে যেতো, তাহলে ড্র হতো এই সিরিজ।

তবে আমেদাবাদ এর পিচে হিসেবে সাউথ আফ্রিকার জেতার কথা ছিল, কারণ এই পিচে চেজ খেলা সহজ আছে। সেই হিসেবে সাউথ আফ্রিকা টস জিতে পরে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। আর ইন্ডিয়ার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে, টস যদি না জিততে পারে অর্থাৎ মোট কথা আগে যদি ব্যাটিং করে, তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ৫০% এর উপরে। আর এটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ গত একটি ম্যাচে এক গাদা রান করার পরেও বাজে বোলিং আর ফিল্ডিং এর কারণে ম্যাচ হেরে গেলো। এই ম্যাচেও আমি ধরে নিয়েছিলাম যে, ২০০ করলেও এই পিচে পারবে না।

তবে যাইহোক, ইন্ডিয়া আগে ব্যাটিং করতে নামে আর আজকে গিল এর পরিবর্তে সন্জুকে নামিয়েছিলো । সন্জু একজন ভালো ব্যাটসম্যান টি২০ ফরম্যাটে। মোটামুটি আমি মনে করি, আন্তর্জাতিক ম্যাচে তাকে একটু বেশি খেলানো উচিত, কারণ গিল সত্যি বললে টি২০ ফরম্যাটের জন্য এখনও পারফেক্ট না। ফলে এদের খেলানো উচিত, যাতে ভালো হয় টি২০ এর ভবিষ্যত। ইন্ডিয়া আজকে ওপেন এর দিকে ভালোই একটা পার্টনারশিপ করেছিলো কম রান হলেও, কিন্তু দ্রুত করেছে। এটা একটা ভালো দিক ছিল। তবে সূর্য কুমার পড়ে যাওয়ার পরে তিলক আর পাণ্ডে দুইজন সমান তালে ঝড় তুলে দিয়েছিলো ব্যাটে। রান ২০০ ক্রস করবে জানি, কিন্তু ২৫০ এর কাছে যাবে এটা অস্বাভাবিক ছিল।

কিন্তু পাণ্ডে সেটা সম্ভব করে দাঁড়িয়েছে। ২৩০ রান অনেক ছিল, এইরকম রান করলে তাও একটা ভরসা করা যায় শেষ পর্যন্ত। কিন্তু একেবারে যদি ২০০ করা হয়, তাহলে ইন্ডিয়ার পক্ষে সেটা না একপ্রকার, কারণ এই রান করে আর ওই ফিল্ডিং নিয়ে কখনো জিততে পারবে না। যাইহোক, এই রানের চেজ করতে নেমে সাউথ আফ্রিকা আবার ব্যাটিং করছিলো ভালোই। ডি কক ভালোই মারছিলো, আমার মতে ওই একজনই খেলে গেছে এই কঠিন রানের ক্ষেত্রে। আর একজনও ভাল ব্যাটিং করে যায়নি। নাহলে ওর সাথে যদি আর একটা প্লেয়ার ভালো পার্টনারশিপ গড়ে তুলত, তাহলে এই রান চেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই ২০০ রান উঠে গেছে, তবে এখানে বরুণ ভালো পজিশনে বল করেছে বলেই শেষের দিকে উইকেট ফেলতে পেরেছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png