আমার বাংলাব্লগ কমিউনিটিতে শেষ পোস্ট।

in আমার বাংলা ব্লগ13 days ago

সবাইকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।রাত পোহালেই শুরু হবে নতুন বছর ২০২৬ খ্রিস্টাব্দ। নতুন বছর সবার জন্য নিয়ে আসুক সুখ, আনন্দ ও সমৃদ্ধি এই দোয়া করি। আজ ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,শীতকাল । ৩১শে ডিসেম্বর, ২০২৫ । আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

image.png

আজই আমার প্রিয় বাংলাব্লগে শেষ পোস্ট ভাবতেই বেশ খারাপ লাগছে। বাংলাব্লগের সাথে যুক্ত আছি প্রায় সাড়ে তিন বছর।চাকরি ছেড়ে দেয়ার পর আমার বাংলা ব্লগে যুক্ত হয়ে বেশ কোয়ালিটি টাইম কাটিয়েছে। কাল থেকে আবার অনেকটা সময় দেয়া হবে সোশ্যাল মিডিয়ায়। তার বড় কারন সময় কাটান। সাথে কিছু বইও পড়া হবে। তবে খুব মিস করবো আমাদের প্রিয় দাদা ও আমার বাংলা ব্লগের সকল ইউজার ও মডারেটরদের।আমার বাংলা ব্লগের কল্যানে কত অপরিচিত হয়ে উঠেছে আপন। আমরা সবাই ছিলাম এক পরিবারের সদস্য। আগামীকাল থেকে সেই পরিবারের প্রতিটি সদস্য হয়ে যাবে একে অন্যের থেকে আলাদা। তবে আশা করবো দাদা আবারও এমন একটা কমিউনিটি গঠন করবেন যেই কমিউনিটিতে সবাই একত্রিত হবো।

আমার বাংলাব্লগের কল্যানে আমরা আমাদের সুপ্ত সৃজনশীলতাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছি। সেই সাথে পেয়েছিলাম আর্থিক স্বচ্ছলতা। যা একটি মেয়ের বা গৃহিনীর জন্য খুব জরুরি। আর সাথে অনেক অনেক আনন্দ ও ভালো লাগার অনুভূতি। আজ সেই সকল কিছু পরিসমাপ্তি হতে চলেছে। ভাবতেই মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে। তেমন কিছুই আর লেখার ইচ্ছে হছে না। আসলে পারছি না লিখতে।কি লিখবও সেটাই ভেবে পাচ্ছি না। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ৩১শে ডিসেম্বর, , ২০২৫ খ্রিস্টাব্দ
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Congratulations @selina75! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.