জেনারেল রাইটিং : ভালো আছি।
সবাইকে শুভেচ্ছা।
শীতের পারদ কমছে দিন দিন। ঢাকায় শীত কমে এসেছে। তবে এবার ঢাকাবাসী ভালোই শীত উপভোগ করেছে। দেশের উত্তরের জেলা গুলোতে এখনো শীত বিদ্যমান। এবারের শীতে একটি বিষয় লক্ষ্যণীয়, ভারী কুয়াশার দাপট তেমন ছিলনা। যতটা ছিল শীতের দাপট। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আজকের জেনারেল রাইটিং এর বিষয় 'ভালো আছি'। যারা পড়বেন আশাকরি ভালো লাগবে।
ভালো আছি। আপনি কেমন আছেন? সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য ভালো আছি। আপনি-আমি, আমরা সবাই কতবার যে উচ্চারণ করেছি, ভালো আছি তার হিসেব নেই। প্রতিদিন বলেই যাচ্ছি ভালো আছি। বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব,পরিচিত অপরিচিত, কলিগ,কর্মক্ষেত্রে, চলার পথে কারো সাথে দেখা হলেই, কুশন বিনিময়ে বলতে হয় ভালো আছি। এছাড়া ফোনে কুশল বিনিময়ে ভালো আছি বলতে হয়। যদিও ইদানীং কেমন আছেন বললে জবাবে আলহামদুলিল্লাহ বলার ট্রেন্ড তৈরি হয়েছে। তারপরেও ভালো আছি সবচেয়ে উচ্চারিত বাক্য।
ভালো থাকি আর না থাকি, তারপরও বলতে হয় ভালো আছি। সৌজন্যবশত: বা অন্যকে খুশি করতে নিজের কষ্ট চেপে বলতে হয় ভালো আছি। আমরা জানি, সে ভালো নেই, তারপরও কি অনায়াসে বলে যাচ্ছে, ভালো আছি। আমরাও শত সমস্যার মধ্যে থেকেও অবলিলায় বলে যাচ্ছি, ভালো আছি। কারণ সব সত্য সবজায়গা বলতে নেই! ভালো নেই বললেই বিপদ। আপনজনের চিন্তা। কেন ভালো নেই জনে জনে ব্যাখ্যা দিতেই দিন শেষ হয়ে যাবে। তারচেয়ে ভালো আছি বলাই শ্রেয়! সবকূল রক্ষা! হিসেব করে দেখেন, প্রতিদিন কতবার এই ভালো আছি বাক্য উচ্চারণ করতে হয়! যতবার উচ্চারণ করি, সবসময় কি ভালো থাকি? তার মানে আমাদের উচ্চারিত বাক্যের মধ্যে সবচেয়ে নিথ্যা বাক্য ভালো আছি। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে মিথ্যা বলা বাক্য ভালো আছি৷ তারপরও বলব সবাই ভালো থাকুন -নিরাপদে থাকুন।
ঢাকা-বাংলাদেশ।

Upvoted! Thank you for supporting witness @jswit.