আমার নমিনেশন : The steemit award 2023
ফটোক্রেডিট: @mohinahmed
আমার স্টিমিট জার্নি প্রায় দুবছর হতে চলল। এই দুই বছরে অনেক কিছুর সাক্ষী হয়েছি।প্রথমে ভেবেছিলাম স্টিমিট জার্নিটি আমার জন্য প্রচুর কঠিন হতে যাচ্ছে।কিন্তু স্টিমিটের জার্নি টি আমার জন্য খুব কঠিন ছিল না। এর সম্পুর্ণ ক্রেডিট আমার বাংলা ব্লগ কমিউনিটি ও কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme দাদার।
এই ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সাথে আমার নমিনেশন শেয়ার করতে যাচ্ছি।
স্টিমিট অ্যাওয়ার্ড বেস্ট কমিউনিটি: আমার বাংলা ব্লগ
আমি বেস্ট কমিউনিটি হিসেবে নমিনেট করছি আমার বাংলা ব্লগ কে। আমার স্টিমিট জার্নির শুরুই আমার বাংলা ব্লগ কমিউনিটি দিয়েই। এই কমিউনিটিতে কাজ করতে গিয়ে আমি পরিবারের বন্ধন অনুভব করেছি। কমিউনিটির পরিবেশ এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে কোন সমস্যাই হয়নি। কমিউনিটর সব সদস্য অনেক হেল্পফুল। সেই সাথে নিয়ম কানুন,অ্যাডমিন মডারেটর সবাই অনেক হেল্পফুল। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের শেখায় আনন্দের সাথে ব্লগিং করতে। এখানে এসেই শিখেছি স্টিমিট শুধু ইনকামের জায়গা নয় এটি নিজের ভেতরের সৃজনশীলতা বিকাশেরও অসাধারণ একটি মাধ্যম। এই কমিউনিটতে এসে আমি আমার সুপ্ত প্রতিভা বিকশিত করতে পেরেছি।তাই বেস্ট কমিউনিটি হিসেবে আমি ** আমার বাংলা ব্লগ** কমিউনিটি কেই নির্বাচন করছি।
স্টিমিট অ্যাওয়ার্ড বেস্ট কন্ট্রিবিউটর নমিনেশন: @rme
আমি আগেই বলেছি আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত,আর এই পরিবারের প্রধান হলেন আমাদের @rme দাদা। উনার মত দূরদর্শী আর উন্নত চিন্তার মানুষ আমি আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কম দেখেছি।শুধুমাত্র সাপোর্ট দিয়েই উনি উনার দায়িত্ব শেষ করেন নি,গড়ে তুলেছেন অসাধারণ কিছু কমিউনিটি। সেই সাথে ইউজার রা যাতে স্টিমিট সম্পর্কে ভালভাবে ধারনা পায় এবং ব্যাসিক জিনিস গুলো হাতে কলমে শিখতে পারে তার জন্য উনি @abb-school প্রতিষ্ঠা করেছেন।স্টিমিট প্লাটফর্ম কে কপিরাইট লঙ্ঘন,প্ল্যাগারিজম,এবিউজ মুক্ত রাখতে উনার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় @abuse-watcher। উনি সব সময় ইউজার দের নতুন নতুন সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দেন। সেই সাথে স্টিমিট প্লাটফর্ম প্রচার ও প্রসারেও উনার ভূমিকা অনস্বীকার্য।তাই আমি বেস্ট কন্ট্রিবিউটর ক্যাটাগরিতে উনাকে ছাড়া দ্বিতীয় কারো কথা ভাবতেই পারিনা। এজন্য এই ক্যাটাগরি তে আমি তাকেই নির্বাচিত করলাম।
OR


আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।


Upvoted! Thank you for supporting witness @jswit.
অসংখ্য ধন্যবাদ ভাই নমিনেশন পোস্টটি করার জন্য। আমার বাংলা ব্লগ অবশ্যই বেশ কমিউনিটি হবার যোগ্যতা রাখে। কারন এটা শুধু মাত্র একটি কমিউনিটি নয় এটা ভালো মানের ব্লগার তৈরির কারখানা। যেখানে প্রতিটি সদস্যকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। আর নিঃসন্দেহে rme দাদা সেরা কন্ট্রিবিউটর এবং লিডার। তার নেতৃত্বে আমার বাংলা ব্লগ এগিয়ে যাচ্ছে তার সঠিক রাস্তায়। ধন্যবাদ ভাই আপনার নমিনেশন দেয়ার জন্য।
The steemit award 2023 উপলক্ষে আমাদের প্রিয় দাদাকে মনোনয়ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্টিমিট প্ল্যাটফর্মে আমাদের প্রিয় দাদার অবদান অনস্বীকার্য। একই সাথে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রিয় দাদার অবদান শতভাগ।