Some Beautiful Moments in the Papaya Garden

in আমার বাংলা ব্লগ6 days ago

Image cover

হ্যালো বন্ধুরা,

সবাইকে শুভ সন্ধ্যা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা গ্রামীন প্রকৃতিতে থাকা একটা পেঁপে বাগান হতে ক্যাপচার করা। ইদানিং গ্রামে বেশ পরিমানে পেঁপে চাষ হচ্ছে। অবশ্য অন্য সময় এই গ্রামে সরিষা, ধনিয়া এবং অন্যান্য শীতকালীন ফসলের চাষ হতো কিন্তু সময় ও চাহিদার পরিবর্তনে চাষের গতিপথও পাল্টে গেছে। তাই এখন শীতকালীন ফসল শুধু চাষ হচ্ছে না গ্রামে, বরং তার সাথে সাথে বাজারে চাহিদার শীর্ষে থাকা ফসলগুলোও চাষ হচ্ছে। আগে যেমন শুধু সিজনাল ফলসগুলো চাষ হতো এখন তেমনটা হচ্ছে না, এটাই আসল কথা।

IMG_20251227_131106 - (2).jpg

হ্যা, এটা অবশ্যই একটা পজিটিভ দিক, কারণ কৃষককে বাস্তবতার প্রতি লক্ষ্য রাখতে হবে, বাজারের চাহিদা এবং তার লাভের বিষয়টিও দেখতে হবে। তারপরই সিদ্ধান্ত নিতে হবে কোন ফসলটা বেশী লাভজনক এবং সেটা চাষে সমস্যা কম। অবশ্য অন্য ফসল চাষ হতে একদমই বাদ পড়ছে সেটা কিন্তু মোটেও ঠিক না। তবে পেঁপে চাষের ক্ষেত্রে এখন একটু বেশী মনোযোগী হচ্ছেন কৃষকগণ। এটাতে আবার খুব বেশী খরচ নেই এবং সাথে অন্য যে কোন ফসলও চাষ করা যায়। শুরুতে দুই ফসল একত্রে রোপন করে কিন্তু পরবর্তীতে শুধুমাত্র পেঁপে গাছগুলো টিকে থাকে। তারপর পেঁপে সংগ্রহ করে ধীরে ধীরে। এটা দারুণ একটা আইডিয়া, এক ঢিলে দুই পাখি মারার মতো হি হি হি।

IMG_20251227_131106 - (3).jpg

IMG_20251227_131106 - (1).jpg

যাইহোক, আজকে দারুণ কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, পেঁপে বাগানটা বেশ বড় বলা যায় এবং বেশ ভালো পেঁপেও রয়েছে গাছগুলোতে। অবশ্য আরো কিছুটা সময় লাগবে ফলন তোলার জন্য, কারণ সবগুলো গাছে পেঁপে আসে নাই। আমার কাছে বাগানটি ভালো লেগেছে, সতেজ কিছু সময় দারুণভাবে উপভোগ করেছি। এটা সত্য যে, প্রকৃতির সুন্দর পরিবেশে, এমন সতেজ বাগানে কিছুটা সময় ব্যয় করা মানেই অনুভূতিগুলোকে চঞ্চল রাখার সুযোগ নেয়া।

IMG_20251227_131106 - (4).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
Loading...

Your post have been rewarded by the Speak on Steem curator team!

Now you can promote your posts by sending SBD to @null. Promoted posts will gain visibility and extra support from our team. Learn more here

Ways to support us:

Image

Curated by @alejos7ven

Speak On Steem GIF.gif