জীবনটি নিরাশার অন্ধকার

in #story2 months ago

আসসালামু আলাইকুম

আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশা করি আপনারা সবাই এটি পড়বেন।

1000001882.jpg

ছবি লিংক

জীবনের কিছু মুহূর্ত থাকে যখন আশার কোনো আলোর দেখা পাওয়া যায় না। সব কিছু যেন অন্ধকারে ঢাকা পড়ে কোনো ভালো কিছু আাশা করা সম্ভব হয় না। যেমন, যখন কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ হয় না বা জীবনের কিছু ঘটনা খুবই হতাশাজনক হয়। তখন মনে হয়, জীবনের সবকিছু অন্ধকারে ঢেকে গেছে এবং সেই অবস্থায় মনোবল ধরে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। এই নিরাশার অন্ধকারে মানুষ অনেক সময় নিজেকে একেবারে একা ও নিঃস্ব মনে করে।

আজকে মতো এখানেই শেষ করছি, আশা করি আপনাদের কাছে গল্পটা পড়ে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।