যমুনার পাড়ে বন্ধুদের সাথে কাটানো এক অবিস্মরণীয় বিকেল

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

woman-792162_1280.jpg

source

বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত থাকে, যা সময়ের স্রোতে হারিয়ে যায় না,বরং স্মৃতির গভীরে গিয়ে আরও উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তেমনই এক বিকেল আমরা কয়েকজন বন্ধু মিলে কাটিয়েছিলাম যমুনা নদীর পাড়ে। বিকেলবেলার নরম রোদ, শান্ত নদীর ঢেউ আর প্রাণখোলা হাসিতে ভরে উঠেছিল আমাদের সেই সময়টা। আজও চোখ বন্ধ করলে মনে হয়, সেই মুহূর্তগুলো যেন আবার ফিরে এসেছে।

বিকেলের দিকে আমরা সবাই একসাথে বের হয়েছিলাম। শহরের কোলাহল, ব্যস্ততা আর দুশ্চিন্তা পেছনে ফেলে যখন যমুনার পাড়ে পৌঁছালাম, তখন মনে হলো এক অন্য জগতে চলে এসেছি। নদীর বিশালতা আমাদের মনটাকেও যেন বড় করে দিল। যমুনার ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে আছড়ে পড়ছিল, আর সেই শব্দে এক অদ্ভুত প্রশান্তি ছিল। মনে হচ্ছিল, নদী নিজেই আমাদের ক্লান্ত মনটাকে শান্ত করে দিচ্ছে।বন্ধুদের সাথে বসে নদীর দিকে তাকিয়ে অনেক কথা হলো। কখনো পুরনো দিনের স্মৃতি, কখনো ভবিষ্যতের স্বপ্ন, আবার কখনো একেবারে অর্থহীন মজার গল্প। কারো হাসিতে সবাই হেসে উঠেছি, আবার কারো কথায় কিছুক্ষণ চুপচাপ হয়ে গেছি। সেই নীরবতাটাও ছিল আরামদায়ক, কারণ পাশে ছিল আপন মানুষগুলো। বন্ধুত্বের এই অনুভূতিটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় শক্তি।

বিকেলের আকাশ ধীরে ধীরে রঙ বদলাচ্ছিল। নীল আকাশে কমলা আর লাল রঙের মিশ্রণ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। সূর্য যখন ধীরে ধীরে যমুনার বুকে ঢলে পড়ছিল, তখন নদীর জলে তার প্রতিবিম্ব দেখে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। আমরা কেউ কেউ ছবি তুলেছি, কেউ আবার সেই দৃশ্যটা চোখে ভরে নিতে চেয়েছি, যেন স্মৃতির ফ্রেমে চিরদিনের জন্য আটকে রাখা যায়।নদীর পাড়ে বসে হালকা বাতাস গায়ে লাগছিল। সেই বাতাসে ছিল কাঁচা মাটির গন্ধ, ছিল নদীর জল আর প্রকৃতির নিজস্ব ছোঁয়া। মনে হচ্ছিল, জীবনের সব ক্লান্তি ধুয়ে-মুছে যাচ্ছে। কোনো তাড়া নেই, কোনো হিসাব নেই,শুধু বন্ধু, নদী আর বর্তমান মুহূর্ত।

দিনের শেষে যখন ঘরে ফেরার সময় হলো, তখন মনটা ভারী হয়ে উঠেছিল। মনে হচ্ছিল, এই বিকেলটা যেন একটু বেশি সময় থাকত। তবে এটুকু বুঝেছিলাম, এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সম্পদ। যমুনার পাড়ে বন্ধুদের সাথে কাটানো সেই বিকেল শুধু একটা সময় নয়, এটা এক অনুভূতি,যা মনে থাকলে মন আবারও হাসতে শেখে।এই স্মৃতিটা আমাদের বন্ধুত্বের গল্পে চিরদিনের জন্য লেখা হয়ে রইল।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগল্প ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻