গল্প :- অপদার্থ মানুষ।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মানুষ রূপে কিছু মানুষ আছে অপদার্থ। এ মানুষগুলো উপকার করলে তার প্রতিদানটি ক্ষতি। কারণ এই মানুষগুলো স্বার্থ যখন উদ্ধার হয়ে যায় তখন উপকার আর শেখার করে না। তখন তাদের ব্যবহার হয় হিংস পশুর চেয়েও খারাপ। আমাদের এই জায়গাতে একটি পরিবারের তিনটি ভাই আছে। বড় ভাই বিদেশ থাকে এবং মেজ ভাই ব্যবসা করে। ছোট ভাই পরিবারের দেখাশোনা করে এবং বড় ভাইদের টাকাগুলো কাজে ব্যবহার করে। আর বড় ভাই দুইজন তাকে অনেক কিন্তু বিশ্বাস করে। এবং বড় ভাই গুলো খুব ভালো মানুষ। যদিও তিনজন ভাই বিবাহিত একই পরিবারে বসবাস করে একসাথে।
বড় ভাই সব সময় বলে তাই গুলো হচ্ছে আমার আপনজন। আর ভাই গুলোর জন্য বড় ভাই কিন্তু সব সময় কিছু করার চেষ্টা করে। তবে বড় ভাই বিদেশ প্রায় ২০ বছর ছিলেন। হঠাৎ করে বড় ভাই যখন দেশে চলে আসলেন এবং দেশে কিছু করার চেষ্টা করতে লাগল। তখন মেজো ভাই এবং ছোট ভাই মিলে বড় ভাইকে পরিবার থেকে আলাগ করে দিলেন। কারণ বড় ভাই এখন দেশে বেকার তাকে কে খাওয়াবে এবং তার পরিবারকে দেখবে এই বলে তাকে আলাদা করে দিলেন। যদিও বড় ভাই দুটো ছেলে ছিল ছোট ছোট। তখন বড় ভাই বলতে লাগলো তাহলে আমার টাকা দিয়ে ঘর করেছ আমার ঘর আমাকে বুঝিয়ে দাও আমার জায়গা সম্পত্তিগুলো বুঝিয়ে দাও। আর আমার ২০ বছরের টাকা আমি কিন্তু তোমাদের সবার পেছনে খরচ করেছি।
এবং বলতে লাগলো তোমরা বিবাহিত হওয়ার পরও আমি তোমাদের পরিবারকে দেখাশোনা করেছি এবং টাকা পয়সা দিয়েছি। আর বিগত আমি একমাস হয় নাই বিদেশ থেকে আসার পর পরে তোমরা আমাকে পরিবার থেকে আলাদা করে দিলে। পরবর্তীতে দেখতে পারলো যে ঘরটির নতুন করেছে ওই ঘর নাকি ছোট ভাইকে দেওয়া হয়েছে। মা-বাবা পর্যন্ত বলতে লাগলো ছোট ছেলে নতুন ঘর এর মধ্যে থাকবে। সেই বিদেশ যাই নাই এবং কিছুই করে নাই তাকে নতুন ঘর দেওয়া হবে। আর মেজ ভাই যেই ঘর করেছে ওই ঘরে মেজ ভাই থাকবে। আর পুরাতন ঘর যেটি আছে ওই ঘরের মধ্যে বড় ছেলে থাকবে। এবং বড় ভাই ট্রেনের পুরনো ঘরে জায়গা হয়েছে তার।
ছোট ভাই এবং মেজ ভাইয়ের নতুন ঘর দুটুর মধ্যে জায়গা হল। এবং জায়গা সম্পত্তি ভাগ করার সময় তিন জনকে সমান ভাগ দেওয়া হয়েছে। বড় ভাইয়ের টাকা দিয়ে যে জায়গা কেনা হয়েছে ওই জায়গা সম্পত্তি গুলো সমান ভাগ হয়েছে। আর মেজ ভাই যে দোকান করে ওই দোকান মেজ ভাই মালিক হয়েছে। এভাবে বাবা মা ভাগ করে দিলেন। অথচ বড় ভাইয়ের কারণে আজ মেজ ভাই ছোট ভাই ও পরিবারের সবাই কে সেই লালন পালন এবং খাওয়া-দাওয়া করালো তার কোন মূল্যই পেল না। আর ২০ বছর পরিবারের সবাইকে সেই বিদেশে চাকরি করে খাওয়ালেন। অথচ বাড়িতে আসার পর এক মাস ও তাকে ভাই গুলো দেখলেন না।
আর বিদেশ থাকা অবস্থা বড় ভাই কখনো এক টাকা জমাও রাখেন নাই। বর্তমানে বড় ভাই খোকন ডেইলি কাজ করে গ্রাম অঞ্চলের মানুষের। আর বেশিরভাগ মানুষ তাকে বলে তুমি এত বছর বিদেশ করে নিজের জন্য কিছু করা নাই। আজ দেখো তোমার আপন ভাই গুলো তোমার পর তোমার টাকা দিয়ে তারাই আজ পয়সাওয়ালা। এ কথা শুনলে কিন্তু খোকন ভাই অনেক বড় নিশ্বাস পালায়। হয়তোবা মুখ দিয়ে কিছু বলে না কিন্তু মনের কষ্ট কাউকে বলতে পারেনা। আর এসব কষ্টগুলো আসলে মৃত্যুর আগ পর্যন্ত ভুলা যায় না। আসলে মা বাবা পর্যন্ত যখন সন্তানের উপর অত্যাচার করে তখন ভাষা হারিয়ে যাওয়ার ছাড়া আর কিছু নেই। আশা করে আমার আজকের বাস্তব গল্প পড়ে আপনাদের ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।





https://x.com/bdwomen2/status/1975780675463897343?t=QcmqJQ4zXW0xV09W2PET_A&s=19
আজকে আপনি বাস্তব কথা দিয়ে একটি গল্প পোস্ট করেছেন। তবে অনেক মানুষ দেখা যায় স্বার্থপর হয়। আর আপন মানুষগুলো যখন কষ্ট দেয় কষ্টগুলো গায়ে বেশি লাগে। যেমন দেখা গেল লোকটি বিদেশ করে ভাই এবং পরিবার সবাইকে দেখলেন। লাস্ট পর্যন্ত পরিবারের সবাই তার সাথে কিন্তু গাদ্দারি করেছেন এবং মনের কষ্ট দিয়েছেন। আর এই ধরনের মানুষ গুলো কমবেশি প্রত্যেক জায়গাতে দেখা যায়।
https://x.com/bdwomen2/status/1975852597967040622?t=klSJGoeKGb6EmyOO8CztwA&s=19