হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( শেষ পর্ব )
Image Created by OpenAI
"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের শেষ পর্ব শেয়ার করে নেবো। তো শেষমেষ রাহুলের মায়ের হাতে যে অলৌকিক শক্তি সম্পন্ন লকেট ছিল, সেটা রাহুলের গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথে সমস্ত অশুভ শক্তি/ছায়া শূন্যে বিলীন হয়ে যায়। নদীর জল তখন পুরোপুরি শান্ত হয়ে গেলো। আর রাহুল কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল, পরে রাহুলের জ্ঞান ফিরে এলে সে বললো- আমি যে রাতে নিখোঁজ হয়েছিলাম, ওইদিন আমাকে হঠাৎ যেনো এই নদীর দিকে কেউ টানছে বলে মনে হয়। আর আমি অজান্তেই সেদিকে ছুটে চলে যাই। আর ওই মুহূর্তে আমি ছায়াদের হাতে বন্দি হয়ে যাই।
অর্জুন আমাকে আগেও একবার বাঁচিয়েছিলো, তাই আজকেও আবার আমাকে বাঁচাতে এখানে এসেছে। গ্রামের মানুষজন অর্জুনকে তার আসল পরিচয় বলতে বলে অর্থাৎ তার পেশা কি? অর্জুন তেমন কিছু না বলে একটু হেসে বললো- যারা এইভাবে হারিয়ে যায়, তাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আমিও একসময় হারিয়ে গিয়েছিলাম এইভাবে, কিন্তু ফিরে এসেছিলাম। এই কথা বলার সাথে সাথে অর্জুন কোথায় যেনো লুপ্ত হয়ে গেলো, কেউ দেখতে পাইনি তার অদৃশ্য হয়ে যাওয়াটা। যাইহোক, এরপর রাহুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো। কিন্তু গ্রামের মানুষ চিরদিন এই ঘটনা মনে রাখবে অর্থাৎ একটা ইতিহাসের মতো হয়ে থাকবে এই কাহিনী।

Great piece of art! I really like the style and the effort put into this work. Thanks for sharing your creativity with us."