International context

in #story7 years ago

সিরিয়া হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়া প্রস্তাব

সিরিয়ায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের শনিবারের সমন্বিত হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোলা খসড়া প্রস্তাব নাকচ হয়ে গেছে। শনিবার দিনের শুরুতে চালানো হামলার ব্যাপারে দিনের শেষে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ওই প্রস্তাব তোলা হয়েছিল।

জাতিসংঘের অনুমোদন না নিয়েই ওই হামলা চালিয়েছে নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন।

শনিবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোলা প্রস্তাবের খসড়ার পক্ষে মাত্র তিন ভোট পড়ে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আট দেশ এবং চার দেশ ভোটদানে বিরত থাকে।
image
নেবেনজিয়া বলেন, সিরিয়ায় এ ধরনের হামলা উগ্র সন্ত্রাসীদের সমর্থনের শামিল। এর ফলে সিরিয়ার জনগণের দুঃখ-দুর্দশা বাড়বে এবং দেশটি থেকে আবার বহির্বিশ্বে শরণার্থীদের ঢল নামবে।

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী দুমা শহরে দেশটির সেনাবাহিনী গত ৭ এপ্রিল রাসায়নিক হামলা করেছিল বলে দাবি করে পশ্চিমা শক্তিগুলো। ওই হামলার প্রতিক্রিয়ায় শনিবার ভোররতে সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে একযোগে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন।

এমন সময় তিন পশ্চিমা শক্তি সিরিয়ায় ওই হামলা চালায় যখন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার বিশেষজ্ঞরা দুমার কথিত রাসায়নিক হামলার তদন্ত করতে দামেস্ক পৌঁছেছেন। অর্থাৎ আন্তর্জাতিক তদন্ত ও উপযুক্ত দলিল-প্রমাণ উদঘাটন ছাড়াই সিরিয়ায় আগ্রাসন চালিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।

Sort:  

Congratulations @dalem! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

You got your First payout

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.

To support your work, I also upvoted your post!
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Upvote this notification to help all Steemit users. Learn why here!