এক কিডন্যাপের কাহিনী ......
এক কিডন্যাপের কাহিনী ......
আমাদের গ্রামে আমির হোসেন নামে এক বাক্তি ছিল , তারা ৩ ভাই । আমির হোসেনের একটা ছেলে ছিল না রাসেল । তাদের গুষ্টিতে আর কোন ছেলে ছিল না । আর ওরা অনেক সম্পদের মালিক । ওদের ২ টা ইটের ভাটা ছিল । আর মাঠে প্রাই ১৫০ বিঘা জমি ছিল । সব কিছুর মালিক হবে তাদের একমাত্র ছেলে রাসেল । কিন্তু রাসেলের বয়স এখন মাত্র ২১/২২ বছর । ছেলে খুব জেদি ছিল । পরিবারের একমাত্র ছেলে ,সবাই তার আবদার মেনে নিত । এত পরিমান সম্পদের মালিক হওয়াই গ্রামের অনেক সন্ত্রাসীদের নজরে ছিল তার পরিবার । তার পরিবার রাসেলের নিয়া খুব চিন্তিত থাকে । কারন ওর কিছু তার বংশ নষ্ট হইয়া যাবে । গ্রামে রাসেলের আব্বুর অনেক প্রভাব আছে । কিন্তু হটাত একদিন রাসেলের আব্বুর কাছে কল আসে সন্ত্রাসীদের । তাদের কথা ছিল ৫০লাখ টাকা দিতে হবে না দিলে ওদের ছেলেকে মেরে ফেলবে । কিন্তু আমির হোসেন খুব জেদি লোক ছিল । সে বলল যা ইচ্ছা কর আমি টাকা দিতে পারব না । তার কথা শুনে সন্ত্রাসীরা আরও খেপে গেল ।
তারা তার ছেলের পিছনে লেগে পড়লো , কোথাই যাই কি করে সব সময় খোঁজ রাখা শুরু করল । একদিন হটাত করেই তার ছেলেকে কিদনাপ করে নিল । তার পিতা আমির হোসেন প্রাই ৪/৫ দিন ধরে তার ছেলের কোন সন্ধান পাইনি । হটাত করেই আবার সন্ত্রাসীদের কল আসলো , কল আসার পর পরই খুব হাসতে শুরু করল এবং বলল তোর ছেলে কে কি করবো বল । টাকাতো দিতে রাজি হলি না । আমির হোসেন খুবই হতাশ ছিল । টাকার জন্য তার ছেলেকে মেরে যেন না দেই । আমির হোসেন বলল আপনারা যা টাকা চাই আমি সব দিতে রাজি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই । সন্ত্রাসীদের প্রথম দাবি ছিল৫০ লাখ কিন্তু এখন দাবি করল ২ কোটি । তাতেও আমির হোসেন রাজি হইয়া গেল ২ কোটি দিতে রাজি কিন্তু ওর ছেলেকে যেন কিছু না করে। ২ কোটি টাকা আমির হোসেনের জন্য কোন বেপার ছিল না । অবশেষে তাদের টাকা দেই এবং ২ দিন পরে তাদের ছেলেকে ফিরে পাই । তাদের একমাত্র ছেলেকে পাইয়া পরিবার অনেক খুসি হয় । ছেলের কষ্টে পরিবার ধরে শোকের কান্না চলতেছিল অবশেষে তাদের কান্না বন্ধ হল । কিন্তু এটাই শেষ নই । এই ঘটনাই গ্রামের অনেক দুষ্টু লোক এই ঘটনাই ইসু তৈরি করে আমির হোসেনের কাছ থেকে টাকা নেওয়ার প্লান করে ।
আবার কিছুদিন পরে আমির হোসেনের কাছে কল আসে এবং টাকা চাই । এই বার আমির হোসেন কিছু হওয়ার আগেই যা টাকা চাই সব দিতে রাজি হইয়া যাই । কারন আবার নিজের ছেলেকে হারাতে চাই না।
কিন্তু এই ঘটনার পর আমির হোসেন অতিস্ট হইয়া গেল । এখন অনেকে আমির হোসেনের কাছে কল দিয়া টাকা দাবি করে । শেষ পজন্ত আমির হোসেন বুঝতে পারে এইগুলো গ্রামের দুষ্টু লোকের কাজ । ছেলের উপরে এত হুমকি না জানি কবে কি হইয়া যাবে । এই জন্য আমির হোসেন ছেলেকে বাইরের দেশে পাঠানোর চিন্তা করে । অবশেষে ছেলেকে বাইরে পাঠাই দেই ।
সবাইকে অনেক ধন্যবাদ

You got a 6.83% upvote from @booster courtesy of @dipjol!
NEW FEATURE:
You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000
Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPDo not miss the last post from @steemitboard:
Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPDo not miss the last post from @steemitboard:
Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPDo not miss the last post from @steemitboard: